কোন দুটি দল খেলবে বিশ্বকাপে

২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দশ দলের বিশ্বকাপে দুটি দল এখনো অনিশ্চিত। বিশ্বকাপ কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বের ছয় দল থেকে আসবে আরও দুটি দল। কিন্তু কোন দুটি দল শেষ পর্যন্ত খেলতে পারবে ২০২৩ সালের বিশ্বকাপ?

বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্ব শেষে এখন চলছে সুপার সিক্স পর্বের খেলা। বর্তমানে খেলছে ছয়টি দল—শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ ও ওমান। দশ দলের কোয়ালিফায়ার থেকে এই ছয়টি দল এসেছে সুপার সিক্সে। তারও আগে কোয়ালিফায়ারের জন্য ৩২টি দল লড়াই করেছে।

যাহোক, ২ জুলাই সুপার সিক্সের খেলায় জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তাই চলতি বছরের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা প্রায় নিশ্চিত। বাকি পাঁচটি দল থেকে আর মাত্র একটি দল বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পাবে। এই পাঁচ দল থেকে আবার ওমান ও দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ প্রায় বাদ বললেই চলে। তাহলে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে একটি দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। কোন দলের সম্ভাবনা কতটুকু, চলো সেটাই জানা যাক।

প্রথমেই তাকানো যাক পয়েন্ট টেবিলের দিকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত শ্রীলঙ্কার পয়েন্টই সবচেয়ে বেশি, ৮। আর এক ম্যাচে হেরে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক জিম্বাবুয়ে। তিন ম্যাচ খেলে স্কটল্যান্ডের পয়েন্ট ৪। চার ম্যাচ শেষে নেদারল্যান্ডসের পয়েন্টও সমান। ওয়েস্ট ইন্ডিজ আর ওমানের পয়েন্ট ০। যেহেতু এখান থেকে দুটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, তাই জিম্বাবুয়ের সামনে এখনো সুযোগ আছে। সুযোগ আছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসেরও। প্রশ্ন হলো, বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে কোন দলকে কী করতে হবে?

১. শ্রীলঙ্কা
সুপার সিক্সের পয়েন্ট: ৮
নেট রান-রেট: +১.৮১৭
খেলা বাকি: ওয়েস্ট ইন্ডিজ (৭ জুলাই)

বিশ্বকাপের বাছাইপর্বে শ্রীলঙ্কা আছে দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি তারা। আবার প্রতিপক্ষ দলগুলোকে আটকে ফেলেছে ২০০ রানের নিচে। এই টুর্নামেন্টে অপরাজিত জিম্বাবুয়েকে হারিয়েছে ৯ উইকেটে। দাসুন শনকার দলের বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচ হারলেও শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে ৮। বাকি পাঁচ দলের কারোরই এর চেয়ে বেশি পয়েন্ট অর্জন করা সম্ভব নয়। সুতারং শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই খেলবে বিশ্বকাপে।

২. জিম্বাবুয়ের সম্ভাবনা
সুপার সিক্সের পয়েন্ট: ৬
নেট রান-রেট: +০.০৩০
খেলা বাকি: স্কটল্যান্ড (৪ জুলাই)
বিশ্বকাপে খেলার সম্ভাবনা: খুব ভালো

শ্রীলঙ্কার পাশাপাশি জিম্বাবুয়েরও ভালো সম্ভাবনা আছে বিশ্বকাপে খেলার। টুর্নামেন্টের বাকি ম্যাচটি তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর এই ম্যাচটি জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত স্বাগতিকদের। সে ক্ষেত্রে কপাল পুড়বে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের। তবে জিম্বাবুয়ে যদি দ্বিতীয় ম্যাচটিও হেরে যায়, সে ক্ষেত্রে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সম্ভাবনা থাকবে বিশ্বকাপ খেলার। এ ক্ষেত্রে এগিয়ে থাকবে স্কটল্যান্ড। কিন্তু খেলা যেহেতু জিম্বাবুয়ের মাটিতে, তাই তাদের হারানো সহজ হবে না। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে তারা। দল হিসেবেও খুব ভালো করেছে এখন পর্যন্ত। খেলেছে ৪০০ রানের ইনিংসও। আজই বোঝা যাবে, জিম্বাবুয়ের যাত্রা এখানেই শেষ, নাকি আরও পথ পাড়ি দিতে পারবে তারা।

৩. স্কটল্যান্ডের সম্ভাবনা
সুপার সিক্সের পয়েন্ট: ৪
নেট রান-রেট: +০.১৮৮
খেলা বাকি: জিম্বাবুয়ে (৪ জুলাই), নেদারল্যান্ডস (৬ জুলাই)
বিশ্বকাপে খেলার সম্ভাবনা: ভালো

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ড এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে স্কটল্যান্ডকে জিততে হবে বাকি ম্যাচ দুটি। তাহলে তাদের পয়েন্ট হবে ৮। বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা থাকবে না স্কটিশদের। কিন্তু জিম্বাবুয়েকে হারিয়ে নেদারল্যান্ডসের কাছে হারলে পয়েন্ট হবে ৬। তখন জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস তিন দলেরই পয়েন্ট হবে ৬। সে ক্ষেত্রে রান-রেটের ভিত্তিতে একটি দল যাবে বিশ্বকাপে।

৪. নেদারল্যান্ডসের সম্ভাবনা
সুপার সিক্সের পয়েন্ট: ৪
নেট রান-রেট: ০.১৮০
খেলা বাকি: স্কটল্যান্ড (৬ জুলাই)
বিশ্বকাপে খেলার সম্ভাবনা: মোটামুটি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় নিয়ে সুপার সিক্স মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। কিন্তু হেরে গেছে শ্রীলঙ্কার কাছে। এই হারের চড়া মূল্য দিতে হবে নেদারল্যান্ডসকে। ওমানের সঙ্গে জয় পেলেও তাকিয়ে থাকতে হচ্ছে আজকের জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের ম্যাচের দিকে। জিম্বাবুয়ে জিতে গেলে নেদারল্যান্ডসের আর কোনো সম্ভাবনাই থাকবে না। আবার জিম্বাবুয়ে হেরে গেলেও স্বস্তির নিশ্বাস ছাড়ার উপায় নেই ডাচদের। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিততে হবে, স্কটল্যান্ডের সঙ্গে। তাতে তিন দলের পয়েন্ট হবে ৬। সেখান থেকে রান-রেটে যে দল এগিয়ে থাকবে, তারাই খেলবে বিশ্বকাপে।

৫. ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা
সুপার সিক্সের পয়েন্ট: ০
নেট রান-রেট: -০.৫১০
খেলা বাকি: ওমান (৫ জুলাই), শ্রীলঙ্কা (৭ জুলাই)
বিশ্বকাপে খেলার সম্ভাবনা: নেই

প্রথমবারের মতো বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

গ্রুপ পর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর বিশ্বকাপ খেলার সম্ভাবনা কমে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এরপর নেদারল্যান্ডসের কাছে হেরেছে সুপার ওভারে। জেসন হোল্ডারের সুপার ওভারে ৩০ রান তোলে নেদারল্যান্ডস। সেই রান তাড়া করে আর জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত তাদের পয়েন্ট ০। গত ম্যাচে স্কটল্যান্ডের পরাজয় শেষ পেরেক ঠুকেছে ওয়েস্ট ইন্ডিজের কফিনে। বিশ্বকাপের মূল পর্ব খেলা হচ্ছে না ক্যারিবিয়ানদের। বাকি দুটি ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৪। সুতরাং প্রথমবারের মতো বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

৬. ওমানের সম্ভাবনা
সুপার সিক্সের পয়েন্ট: ০
নেট রান-রেট: -২.৩৪২
খেলা বাকি: ওয়েস্ট ইন্ডিজ (৫ জুলাই)
বিশ্বকাপে খেলার সম্ভাবনা: নেই

কোয়ালিফায়ারে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জোড়া জয় দিয়ে শুরুটা ভালোই করেছিল ওমান। তবে সুপার সিক্সে এসে খেই হারিয়ে ফেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩২ রান তাড়া করে শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। হেরেছে নেদারল্যান্ডের সঙ্গেও। শেষ ম্যাচ জিতলে ওমানের পয়েন্ট হবে ৪। তাতে আর কোনো লাভ হবে না। অর্থাৎ ওমানেরও বিশ্বকাপের স্বপ্ন শেষ।

সব সম্ভাবনা শেষে বলা যায়, বিশ্বকাপের টিকিটের দৌড়ে শ্রীলঙ্কার পরে সবচেয়ে এগিয়ে আছে জিম্বাবুয়ে। তাদের সামনে বাধা শুধু স্কটল্যান্ড। এই ম্যাচ জিতলেই আর কোনো সমীকরণের দিকে তাকাতে হবে না। কিন্তু ম্যাচটি হেরে সুযোগ আসবে স্কটল্যান্ডের কাছে। তারা দুটি ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে। আর একটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে। সে ক্ষেত্রে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন বেঁচে থাকবে।

সূত্র: আইসিসি