বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৯ কোটি টাকা, বাংলাদেশ কত

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজআইসিসি

খেলাধুলা শুধুই বিনোদন নয়, এর সঙ্গে জড়িত বড় অঙ্কের টাকা। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ৩ জুন সোমবার আইসিসির ওয়েবসাইটে দেওয়া হয় এ ঘোষণা।

আগের যেকোনো আসরের তুলনায় এবার টাকার অঙ্কটা বেশি। অবশ্য বেশি হওয়াটাই স্বাভাবিক। আগের যেকোনো আসরের তুলনায় দলও যে এবার বেশি। মোট ২০টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপের এ আয়োজন। তাই আগের তুলনায় প্রাইজমানি হয়েছে দ্বিগুণ, ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় অঙ্কটা ১৩২ কোটি। বিগত ১৭ বছরের ইতিহাসে এটাই সবেচেয়ে বেশি টাকার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ সালে ১৬ দলের বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৬৫ কোটি টাকা।

তাহলে দুটি দল গেল ফাইনালে। সেখান থেকে ফাইনালে হারা দলটি পাবে ১৫ কোটি ৫০ লাখ টাকা। সঙ্গে গ্রুপ পর্ব থেকে এ সুপার এইট পর্যন্ত প্রতিটি ম্যাচ জয়ের জন্য তো আলাদা ৩৬ লাখ টাকা করে আছেই।

এবার দেখা যাক কোন দল কত টাকা পেতে পারে। এবার বিশ্বকাপে মোট ২০টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে সুপার এইটে। তাহলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে ১২টি দল। এই দলগুলোর মধ্যে যারা ১৩ থেকে ২০ নম্বর পজিশনে থাকবে, মানে পয়েন্ট টেবিলে সবার নিচের দিকে থাকবে, তারা প্রতিটি দলই পাবে ২ কোটি ৬৪ লাখ টাকা। কোনো ম্যাচ না জিতে টেবিলের ২০ নম্বরে থাকলেও এই টাকা পাবে দলটি। আবার যারা একটা দুইটা ম্যাচ জিতবে, তারা হয়ত ১২ বা ১৩ নম্বর স্থানে থাকবে। তারা ওই ২ কোটি ৬৪ লাখের সঙ্গে গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ের জন্য পাবে ৩৬ লাখ করে টাকা।

আরও পড়ুন

ধরো, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে বাদ পড়ে গেল বাংলাদেশ। এখন এই ৪ পয়েন্ট নিয়ে যদি পয়েন্ট টেবিলে ১৩ থেকে ২০–এর মধ্যে বাংলাদেশের জায়গা হয়, তাহলে শান্ত-সাকিবদের দল পাবে ২ কোটি ৬৪ লাখ টাকা। সঙ্গে দুই ম্যাচ জয়ের জন্য পাবে ৩৬+৩৬=৭২ লাখ টাকা। অর্থাৎ মোট ৩ কোটি ৮ লাখ টাকা। তবে এই ৪ পয়েন্ট নিয়ে যদি বাংলাদেশ পয়েন্ট টেবিলের ৯ থেকে ১২-এর মধ্যে থাকে, তাহলে টাকার পরিমাণ একটু বাড়বে। সেক্ষেত্রে ২ কোটি ৬৪ লাখের পরিবর্তে পাবে ২ কোটি ৯০ লাখ। সঙ্গে ৭২ লাখ তো আছেই। অর্থাৎ পয়েন্ট টেবিলের ৯ থেকে ১২তম স্থানের জন্য ২ কোটি ৯০ লাখ টাকা প্রাইজমানি।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশ দলের ১৫ খেলোয়াড়
বিসিবি

এবার যারা সুপার এইটে খেলবে, তাদের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। বাকি চার দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই বাদ পড়া দল ৪টি পাবে ৪ কোটি ৫০ লাখ টাকা করে। এখান থেকে যে চার দল জিতে সেমিফাইনালে যাবে, তারা ম্যাচ জেতার জন্য পাবে অতিরিক্ত ৩৬ লাখ টাকা।

আরও পড়ুন

এই জয়ী চার দল থেকে আবার দুই দল হেরে বিদায় নেবে। ফাইনাল খেলবে দুটি দল। যে দুটি দল সেমিফাইনালে হারবে, তারা পাবে ৯ কোটি ২৪ লাখ টাকা করে। তবে এখানে ফাইনালে যাওয়া দল দুটি ম্যাচ জেতার জন্য অতিরিক্ত ৩৬ লাখ টাকা করে পাবে না। কারণ, সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচ জয়ের জন্য কোনো টাকা বরাদ্দ রাখেনি আইসিসি।

তাহলে দুটি দল গেল ফাইনালে। সেখান থেকে ফাইনালে হারা দলটি পাবে ১৫ কোটি ৫০ লাখ টাকা। সঙ্গে গ্রুপ পর্ব থেকে এ সুপার এইট পর্যন্ত প্রতিটি ম্যাচ জয়ের জন্য তো আলাদা ৩৬ লাখ টাকা করে আছেই।

আর যে দল বার্বাডোজে শিরোপা উঁচিয়ে ধরবে, তারা পাবে ২৯ কোটি টাকা। প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৬ লাখ টাকা করে সঙ্গে যোগ হবে এই প্রাইজমানির।

এবার তিনটি সম্ভাবনার কথা বলি। বাংলাদেশ যদি এই বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতে দেশে ফিরে আসে, তাহলেও কিন্তু ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে। আবার মাত্র দুটি ম্যাচ জিতে দেশে ফিরলে পাবে তিন কোটি আট লাখ টাকা। এই সম্ভাবনাটাই বেশি।

কিন্তু বাংলাদেশ যদি অপরাজিত চ্যাম্পিয়ন হয়? মানে কোনো ম্যাচই না হেরে বিশ্বকাপটা দেশে নিয়ে আসে। তাহলে বাংলাদেশ পাবে প্রায় ৩১ কোটি ৬০ লাখ টাকা। ভাবা যায়!

সূত্র: আইসিসি

আরও পড়ুন