বিশ্বের সবচেয়ে বড় ৫ স্টেডিয়াম

প্রতিবছর বিভিন্ন খেলায় শত শত বিলিয়ন ডলার খরচ করা হয়। এই টাকার অনেকাংশ লাভ হিসেবে উঠে আসে ভেন্যু থেকে। টিকিট বিক্রির টাকা থেকে এই টাকার একটা অংশ পাওয়া যায়। তাই স্টেডিয়াম যত বড় হবে, আসনসংখ্যা হবে তত বেশি, লাভও বেশি। এ কারণে বিশ্বের অনেক দেশ বড় বড় স্টেডিয়াম তৈরি করেছে। এর মধ্যে ফুটবলের মাঠগুলো বেশি বড় হয়। সম্ভবত ফুটবলই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। কোন খেলা সবচেয়ে জনপ্রিয়, সেই বিতর্কে না গিয়ে বরং বড় স্টেডিয়ামগুলো সম্পর্কে কিছু মজার তথ্য জানার চেষ্টা করি।

তবে শুরুতেই জানিয়ে রাখি, আমরা কিছু শর্ত মেনে স্টেডিয়াম বাছাই করেছি। যেমন ৪০ হাজারের কম আসনবিশিষ্ট স্টেডিয়াম এই তালিকা থেকে বাদ দিয়েছি। আবার নিয়মিত খেলা হয় না, এমন স্টেডিয়ামও তালিকায় রাখা হয়নি। যেমন প্রাগের স্টারহোভ স্টেডিয়ামটির আসনসংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার। কিন্তু নিয়মিত খেলা না হওয়ায় সেটি বাদ দেওয়া হয়েছে। আবার মোটর গাড়ির রেসিংয়ের জন্য মাঠ থাকে, সেগুলো তালিকায় রাখা হয়নি। এখানে মোটামুটি ক্রিকেট, ফুটবল, টেনিস, রাগবি ইত্যাদি খেলার স্টেডিয়াম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বড় নির্বাচন করা হয়েছে আসন–সক্ষমতার ভিত্তিতে, আকার–আকৃতির হিসাবে নয়।

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ভারত

নরেন্দ্র মোদি স্টেডিয়াম
ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের অবস্থান ভারতে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। গুজরাটের আহমেদাবাদে সর্দার প্যাটেল স্টেডিয়ামের ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছে স্টেডিয়ামটি। প্রায় ৭০০ কোটি রুপি খরচ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করতে। এর আসনক্ষমতা ১ লাখ ৩২ হাজার। ২০২২ সালে আইপিএলের ফাইনালে ১ লাখ ১ হাজার ৫৬৬ দর্শকের উপস্থিতির কারণে গিনেস বুক অব অ্যাওয়ার্ডের তালিকায় নাম লিখিয়েছে স্টেডিয়ামটি।

আরও পড়ুন

রুংগ্রাডো ফার্স্ট মে স্টেডিয়াম, উত্তর কোরিয়া

রুংগ্রাডো ফার্স্ট মে স্টেডিয়াম

এই স্টেডিয়ামটি উত্তর কোরিয়ায় অবস্থিত। রুংগ্রাডো ফার্স্ট মে স্টেডিয়ামটিতে ১ লাখ ১৪ হাজার দর্শকের জন্য আসন আছে। ১৯৮৯ সালের ১ মে এই স্টেডিয়াম চালু হয়েছে। স্টেডিয়ামের জন্য নিয়মিত ব্যবহৃত হলেও মাঝেমধ্যে এখানে নানা রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়। ২০০৭ সালে এই স্টেডিয়ামে ১ লাখ ৯০ জন দর্শক উপস্থিত হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছিল। সেটি এখন ভারতের দখলে।

আরও পড়ুন

মিশিগান স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র

আমেরিকান ফুটবল বা সকার ম্যাচের সবচেয়ে জনপ্রিয় স্টেডিয়াম মিশিগান স্টেডিয়াম। দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৭ হাজার ৬০১। ১৯২৭ সালে এটি নির্মিত হয় এবং ২০১৯ সালে ১ কোটি ১৪ লাখ ডলার ব্যয় করে এটি আবার সংস্কার করা হয়।

বিভার স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র

বিভার স্টেডিয়াম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির ভেতরে অবস্থিত বিভার স্টেডিয়াম বিশ্বের চতুর্থ বড় স্টেডিয়াম। পেনসিলভেনিয়ার গভর্নর জেমস অ্যাডামস বিভারের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৬ হাজার। ১৯৬০ সালে এই স্টেডিয়ামে খেলা শুরু হয়। ১ কোটি ৬৫ লাখ ডলার ব্যয় করে স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছে।

আরও পড়ুন

ওহাইও স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র

ওহাইও স্টেডিয়াম

এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২ হাজার ৭৮০। এটি কলম্বাসে অবস্থিত ওহাইও স্টেট ইউনিভার্সিটির মাঠ। ১৯২২ সালে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। সবশেষ ২০০১ সালে এটি সংস্কার করা হয় এবং আসনসংখ্যা বাড়ানো হয় ২০১৪ সালে।

এসব স্টেডিয়ামের পাশাপাশি আরও কিছু স্টেডিয়ামের আসনসংখ্যা ১ লাখের বেশি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ড স্টেডিয়াম (১ লাখ ২ হাজার ৭৩৩), টাইগার স্টেডিয়াম (১ লাখ ২ হাজার ৩২১), নেইল্যান্ড স্টেডিয়াম (১ লাখ ১ হাজার ৯১৫), ড্যারেল কে রয়েল-টেক্সাস স্টেডিয়াম (১ লাখ ১১৯) ও ব্রায়ান-ডেনি স্টেডিয়াম (১ লাখ ৭৭)। সেরা ১০ স্টেডিয়ামের প্রথম ২টি যথাক্রমে ভারত আর উত্তর কোরিয়ার। এরপর বাকি ৮টির অবস্থান যুক্তরাষ্ট্রে।

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস

আরও পড়ুন