মেসি আছেন অভিধানের শব্দ হিসেবেও, জেনে নেওয়া যাক সেই শব্দের অর্থ

লিওনেল মেসিএএফপি

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিতে এক পায়ে খাড়া অনেকেই। আবার আপত্তিও থাকবে অনেকের। তবে স্প্যানিশ লিগের সেরা খেলোয়াড় হিসেবে মেনে নিতেই হবে মেসিকে। বর্তমানে আটটি ব্যালন ডি অরের মালিক এই আর্জেন্টাইন বার্সেলোনার হয়ে লা লিগায় খেলে একের পর এক ভেঙেছেন রেকর্ড আর মুগ্ধ করেছেন দর্শকদের। এমনকি লা লিগার সর্বকালের সেরা গোলদাতার সম্মানও নিজের করে নিয়েছেন তিনি। আর খেলার মাঠে বাঁ পায়ের জাদুতে সবাইকে এমনই বুঁদ করেছেন যে প্রতিপক্ষও সম্মান জানিয়েছে তাঁকে। পত্রিকার পাতায়ও যতবার তাঁর নাম এসেছে, নামের আগে যুক্ত করা হয়েছে অসংখ্য বিশেষণ। কিন্তু তাতেও যেন তাঁকে নিয়ে বলা বাকি থেকে যায়।

আরও পড়ুন

এবার স্প্যানিশ ভাষায় প্রচলন করা হয়েছে নতুন এক বিশেষণের। মূলত খেলার মাঠে অসংখ্য অর্জনেরই এক ছোট্ট পুরস্কার হিসেবে মেসিকে ঠাঁই দেওয়া হয়েছে স্প্যানিশ অভিধানে। ২০১৩ সালে তাঁর সম্মানে ডিকশনারিতে যুক্ত হয়েছে ‘ইমমেসিয়োনান্তে’ শব্দটি। এর অর্থ ফুটবল খেলার সঠিক উপায়, আত্মোন্নয়নের অসীম ক্ষমতা। এ ছাড়া ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ বোঝাতেও শব্দটি ব্যবহার করা যাবে। মেসির নাম থেকে যে বিশেষণের উৎপত্তি, সেটার অর্থ যে এমন কিছুই হবে, তাতে অবাক হওয়ার কিছু নেই।