রোনালদো নতুন চুক্তিতে কত টাকা পাবেন
দ্বিতীয়বারের মতো ন্যাশনস লিগ, তৃতীয়বারের মতো আন্তর্জাতিক শিরোপা–দারুণ যাচ্ছে রোনালদোর সময়টা। ক্লাবের জার্সিতে তাঁর চুক্তির বাকি মাত্র কয়েকটা দিন, সংবাদ মাধ্যম যেখানে হন্যে হয়ে খুজে বেড়াচ্ছে রোনালদোর পরবর্তী দল, রোনালদো তখন আয়েশ করছেন বাংলো বাড়িতে। অবশেষে চল্লিশ পার করা রোনালদো জানালেন–সৌদিতেই আগামী দুই বছরের জন্য থাকছেন তিনি। হলুদ জার্সির মায়া এত সহজে ছাড়ছেন না। কিন্তু কেন আবারও সৌদি লিগে ভিড়লেন রোনালদো? শুধুই কি টাকা নাকি অন্য কিছুও আছে এর পেছনে?
ন্যাশনস লিগ শেষ হওয়ার পর থেকেই উড়ো গুঞ্জন ছিল ফুটবল পাড়ায়, সৌদি আরবে থাকছেন না তিনি। আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি বটে, কিন্তু দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছিলেন অনেকে। ক্লাব বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে রোনালদো থাকবেন না, এমনটা কি হয়? আল নাসেরের জার্সিতে চুক্তিও সাক্ষর করেননি, কারণ ক্লাব বিশ্বকাপেই নতুন জার্সিতে দেখা যাবে তাকে। ফিফা প্রেসিডেন্ট আভাসও দিয়েছিলেন রোনালদো মেসি রাইভালরির। কিন্তু সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে রোনালদো ব্যস্ত ছিলেন নেশনস কাপ জয়ের আনন্দে। আর ক্লাব বিশ্বকাপের প্রথম পর্ব যখন শেষ, তখনই সামনে এল রোনালদোর নতুন চুক্তির গল্প। স্কাই স্পোর্টসের মতে রোনালদো যতটা না আছেন ফুটবলের জন্য, তার থেকে বেশি আছেন পকেট ভরার জন্য। চুক্তির অঙ্কটা অন্তত সেটাই বলছে।
রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তিটা ২ বছরের। নতুন চুক্তি অনুযায়ী রোনালদো দুই বছরে আয় করবেন মোট ৫০০ মিলিয়ন ডলার। এই অঙ্কটা শুধু রোনালদোর বেতনই, গোল-বোনাস অ্যাসিস্ট হিসাবের মধ্যেই নেই। সব কিছু হিসেব নিকেশের আওতায় আনলে তা ছাড়াবে ৭০০ মিলিয়ন ডলার! চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে? তাহলে আরও শোনা তো বাকিই আছে।
শুধু চুক্তি সাক্ষর বাবদ রোনালদোকে দেওয়া হয়েছে ৩৪ মিলিয়ন ডলার। দুই বছর আল নাসরে থাকলে সেটি গিয়ে দাঁড়াবে ৫২ মিলিয়ন ডলারে। শুধু টাকার অঙ্কে চুক্তি হয়নি, চুক্তি হয়েছে ক্লাবের মালিকানা নিয়েও। নতুন চুক্তি অনুযায়ী রোনালদো ক্লাবে থাকুন বা না থাকুন, ক্লাবের ১৫% শেয়ারের মালিক এখন তিনি। রোনালদো এখন শুধু সৌদি ক্লাবের খেলোয়াড়ই নন, মালিকও!
এ তো গেল মাঠের বাইরের কথা। মাঠের ভেতরে যতক্ষণ থাকবেন, রোনালদোর টাকার পরিমাণ বাড়বে। প্রতি গোলে রোনালদো পাবেন ১লাখ ১০ হাজার ডলার, প্রতি অ্যাসিস্টে ৫৫ হাজার ডলার। পরের বছর দুটো চুক্তির পরিমাণই বেড়ে যাবে ২০ শতাংশ। আর যদি শিরোপার দেখা পান, তবে আর রোনালদোকে পায় কে?
লিগ শিরোপা জিতলে পাবেন ১১ মিলিয়ন ডলার, সর্বোচ্চ গোলদাতা হলে ৫.৫ মিলিয়ন। এছাড়া কিংস কাপ, এএফসি চ্যাম্পিয়নশিপের হিসাব নিকাশ তো আছেই। সঙ্গে আছে রোনালদোর জন্য ৪.৫ মিলিয়ন ডলারের ব্যক্তিগত জেট বিমান। আর রোনালদোর বদৌলতে আল নাসর যে বিজ্ঞাপন পাচ্ছে, তার একটা অংশ যাবে তার পকেটেও।
এছাড়াও সৌদি আরবে রোনালদোর জন্য রয়েছে সার্বক্ষনিক ১৬ জন কর্মী। যার বেতন দেয় আল নাসর। ৩ জন ড্রাইভার, ৪ জন কাজের লোক, ২ জন শেফ, ৩ জন মালি ও ৪ জন দাড়োয়ান আছে রোনালদোর জন্য।