সাকিব-রোনালদোসহ বিখ্যাত এই খেলোয়াড়দের শখগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক

যার শখ আছে, সেই নাকি সুখী বলে একবার মন্তব্য করেছিলেন বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ। আর মার্কিন এক বিজ্ঞানী তো গোটা জীবনটাকেই শখ বলে বর্ণনা করেছিলেন। আবার অনেকে তো মনে করেন, অবসরের শখ দেখেই নাকি মানুষকে চিনে নেওয়া যায়। মোদ্দা কথা, শখ কিন্তু হেলাফেলার জিনিস নয়। খুঁজলে দেখা যাবে সবারই কোনো না কোনো শখ আছে। বিশ্ববিখ্যাত ক্রিকেটাররাও কিন্তু এর ব্যতিক্রম নন। চূড়ান্ত ব্যস্ত ক্রিকেট বা ফুটবল সময়সূচির মাঝেও নিজেদের শখের দিকে নজর দেন আন্তর্জাতিক তারকারা। কয়েক তারকার তেমন কিছু অজানা শখের কথাই জেনে নাও।

সাকিব আল হাসান

ক্রিকেটে নামী খেলোয়াড় হলেও ফুটবল খেলার শখ আছে সাকিবের। নিজেকে ফুটবল-পাগল হিসেবে বর্ণনা করেন তিনি। সে কারণে ইউরোপীয় লিগের খেলা দেখতে অনেক রাত পর্যন্ত জেগে বসে থাকেন সাকিব আল হাসান।

মাশরাফি বিন মুর্তজা

মাশরাফির প্রিয় শখ রোদচশমা বা সানগ্লাস সংগ্রহ করা। শ খানেক রোদচশমা তাঁর সংগ্রহে আছে। বিশেষ করে পুলিস, রে ব্যান, ওকলি এবং আরমানির রোদচশমা।

তামিম ইকবাল

ক্রিকেটের স্মারক সংগ্রহের শখ আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের। তাঁর বাসায় থরে থরে সাজানো আছে অটোগ্রাফ-সংবলিত স্মরণীয় ম্যাচের ব্যাট, স্টাম্প, পুরস্কার, নানা ছবিসহ নানা ধরনের স্মারক। আবার ঘড়ি সংগ্রহেরও শখ আছে এই বাঁহাতি ব্যাটসম্যানের।

মুস্তাফিজুর রহমান

অবসর পেলে মাছ ধরতে ভালোবাসেন মুস্তাফিজ। বড়শি পেতে কিংবা জাল দিয়ে মাছও ধরেন আবার কবুতরও পোষেন। বাইক চালাতেও তাঁর দারুণ আনন্দ।

রোনালদো গাড়িতে করে অনুশীলনে যাওয়ার পথে
ছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদো

গাড়ির প্রতি একটা আলাদা টান আছে রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। একটি গাড়ি খুব বেশি দিন ব্যবহার করেন না তিনি। তাঁর গ্যারেজে শোভা পাচ্ছে এখন পর্যন্ত জমানো ১৯টি গাড়ি।

ছবি: টুইটার

সৌরভ গাঙ্গুলী

ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলা তাঁর প্রিয় শখ। সুযোগ পেলেই তাই ফুটবলে গা ঘামাতে দেখা যায় সৌরভকে।

জাভি আলোনসো

রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাভি আলোনসোর শখ প্রিয় ফুটবলারদের জার্সি সংগ্রহ করা। ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, জিকো, রয় কিন, পল স্কোলসসহ আরও অনেকের জার্সি-সমৃদ্ধ তাঁর সংগ্রহশালা!

শচীন টেন্ডুলকার

টেবিল টেনিস খেলতে খুব পছন্দ করেন শচীন। এ ছাড়া রান্না করতেও ভালোবাসেন তিনি।

রাহুল দ্রাবিড়

অবসরে বই পড়ার কারণে পড়ুয়া হিসেবে খ্যাতি রয়েছে রাহুলের। সামনে যা বই পান তাই গোগ্রাসে পড়ে ফেলেন রাহুল।

অনিল কুম্বলে

ছবি তুলতে দারুণ ভালোবাসেন বিখ্যাত এই লেগ স্পিনার। তাঁর ক্যামেরায় জঙ্গলের পশুপাখি থেকে নাগরিক জীবনের নানান চালচিত্র ধরা পড়ে সবই।

মহেন্দ্র সিং ধোনি

সুযোগ পেলেই ইতিহাসের বইয়ের পাতা ঘাঁটার শখ ভারতের ক্যাপ্টেন ধোনির। এ ছাড়া ভিডিও গেমস খেলাটাও তাঁর শখের তালিকায় আছে।

(কিশোর আলোর জুন ২০১৬ সংখ্যায় প্রকাশিত)