ব্রাজিল নাকি আর্জেন্টিনা: ফাইনালে কে এগিয়ে

আর্জেন্টিনার ভক্তদের তখন দুরুদুরু বুকে অপেক্ষা। টাইব্রেকার চলছে ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া, কে উঠবে কোপা আমেরিকার ফাইনালে? কলম্বিয়ার পঞ্চম পেনাল্টি নিতে এসেছেন কারদোনা, গোলবারে অপেক্ষায় গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। শট নিলেন কারদোনা, কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন মার্তিনেজ। নিজেদের পঞ্চম শট নেওয়ার আগেই ফাইনালে উঠল আর্জেন্টিনা। এত দিন বারবার আর্জেন্টিনাকে টাইব্রেকার থেকে ফিরতে হয়েছে, এবারের জয় তাদের পৌঁছে দিল কাঙ্ক্ষিত ফাইনালে।

মারাকানার ঐতিহাসিক সেই স্টেডিয়াম ফুটবল রোমাঞ্চে পূর্ণ হওয়ার অপেক্ষাতেই ছিল। সুপার ক্লাসিকোর মহারণ মঞ্চস্থ হতে মারাকানার চেয়ে উপযুক্ত স্থানও নেই আর! আগের দিন ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল, একই পথে হেঁটেছে লিওনেল মেসিরা। দুটি দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ফলে, দুর্দান্ত এক ফাইনাল যে অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্বের জন্য, সে কথা বলাই বাহুল্য।

নেইমারের সংযোজনে ব্রাজিল আরও অদম্য!

ব্রাজিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৯ সালের আসরে নেইমারকে ছাড়াই শিরোপা জিতেছিল তারা। এবার নেইমারের সংযোজনে ব্রাজিল আরও অদম্য! এখন পর্যন্ত প্রতিযোগিতার ৬টি ম্যাচ খেলে মাত্র ২টি গোল হজম করেছে তারা। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে প্রায় অর্ধেক সময় ১০ জন নিয়ে খেলেও গোল খায়নি। গোলবারে এডারসন, ডিফেন্সে থিয়াগো সিলভা এবং মারকুইনহোস—গোল করার সাধ্য কার! মাঝমাঠ সামলাচ্ছেন ক্যাসিমেরো এবং ফ্রেড, এখন পর্যন্ত তাদের পারফরমেন্সও প্রশংসনীয়। তবে আক্রমণভাগের বোঝাপড়ায় ব্রাজিল অনন্য। নেইমার-রিচারলিসন-পাকুয়েতার মধ্যে একেবারে টেলিপ্যাথির যোগাযোগ। তাই তো দলের নিয়মিত ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের অনুপস্থিতিতেও গোল পেতে কোনো অসুবিধা হচ্ছে না সেলেকাওদের।

অন্যদিকে, আর্জেন্টিনাও–বা পিছিয়ে কিসে? ডিফেন্স নিয়ে বরাবর দুর্নাম কুড়ানো লা আলবিসেলেস্তেরা এবারের আসরে সাম্প্রতিক সময়ের সেরা ডিফেন্সিভ পারফরমেন্স দেখাচ্ছে। ওতামেন্দির সঙ্গে পেজ্জেলা কিংবা রোমেরো—দুজনেই প্রমাণ দিচ্ছেন সর্বোচ্চ সামর্থ্যের। আর গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ দেখাচ্ছেন অসাধারণ নৈপুণ্য! সেমিফাইনালের টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত করেছেন একাই। ৬ ম্যাচে মাত্র ৩ গোল খাওয়ার পরিসংখ্যানও আর্জেন্টিনার রক্ষণের গুণগান শোনায়। মাঝমাঠে পারদেস, লো সেলসো এবং দি পলও আছেন দুরন্ত ছন্দে! তবে ব্রাজিলের মতো আর্জেন্টিনারও বড় শক্তি তাদের আক্রমণভাগ, স্বয়ং লিওনেল মেসি যার নেতা। প্রায় প্রতিটি ম্যাচেই তাঁর পায়ের জাদুতে নাকাল হয়েছে প্রতিপক্ষ। কখনো গোল করছেন, কখনো করাচ্ছেন। চিলি-কলম্বিয়ার মতো শারীরিক শক্তির প্রদর্শন করা দলগুলোও তাঁকে আটকাতে ব্যর্থ। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় থাকলে প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফি ছুঁতে পারবেন মেসি।

কোপা আমেরিকার এ আসরে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ দেখাচ্ছেন অসাধারণ নৈপুণ্য!

দুই দলের বিশ্লেষণে কাউকেই আলাদাভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। যোগ্যতার বিচারে পিছিয়ে নেই কোনো দল। ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে ব্রাজিলের ডাগআউটে থাকবেন তিতে, আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন স্কলানি। কোচ হিসেবে তিতে অভিজ্ঞতার বিচারে পোড় খাওয়া, অন্যদিকে আর্জেন্টিনার স্কলানি অল্প দিন আগে দায়িত্ব নিয়েও দলের খেলায় আমূল পরিবর্তন এনে নিজের জাত চিনিয়েছেন। তাই তো আর্জেন্টিনা-ব্রাজিলের এই মহারণ নিয়ে দুদলের ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত যেকোনো এক পক্ষের বুক ভাঙবে, এটা খেলার নিয়ম। তা মেনে নিয়েই যেন আমরা কোনো রকম দুর্ঘটনা ছাড়া রোমাঞ্চকর ফুটবলের কেবল সৌন্দর্যটুকু উপভোগ করি—এমন প্রত্যাশা সবার কাছে রইল।