মেসির নতুন ঠিকানা

বার্সেলোনায় তাঁর অধ্যায়ের শুরুর সঙ্গে জড়িয়ে ছিল একটা ন্যাপকিনের গল্প। কী আশ্চর্য, শেষটাও হলো একটা ন্যাপকিনে! বার্সেলোনায় তাঁর শুরু হয়েছিল ৩০ নম্বর জার্সি দিয়ে। কী আশ্চর্য, সেই অধ্যায় শেষ করে লিওনেল মেসি বেছে নিলেন সেই ‘৩০’-কেই!

মেসি নামের আশ্চর্য এক প্রতিভার সন্ধান পেয়েছিলেন বার্সেলোনার স্কাউট (ফুটবলের প্রতিভা খুঁজে বের করেন যাঁরা) কার্লেস রেক্সাখ। মেসির বয়স তখন মাত্র ১৩ বছর। জহুরির চোখে মেসির ফুটবলের কারিকুরি দেখেই রেক্সাখ বুঝেছিলেন, হিরে নয়, এ রীতিমতো আস্ত একটা হিরের খনি।

মেসিকে সই করার জন্য তর সইছিল না তাঁর। চুক্তির জন্য দলিলপত্র তৈরি করতে করতে পাছে দেরি হয়ে যায়, পাছে অন্য কোনো ক্লাব ছিনিয়ে নেয়; সেই ভয় পাচ্ছিলেন তিনি। হাতের কাছে একটা ন্যাপকিন পেপার ছিল, তাতেই হাতে লিখে মেসিকে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে সই করান রেক্সাখ। এই গল্প এখন ফুটবলীয় রূপকথারই অংশ।

২১ বছর সেই বার্সেলোনায় থেকে ফুটবলের সর্বকালের সেরাদের একজনের আসনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন মেসি। মূল দলে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল। ১০টি লা লিগা ট্রফি, ৪টি চ্যাম্পিয়নস লিগসহ ৩৫টি শিরোপা—কী ঝলমলে এক অর্জন! ব্যক্তিগত সাফল্যের পাল্লাও বেশ ভারী। ছয়বার জিতেছেন ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট; ছয়বার জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর।

মেসিকে সামনে পেয়ে পিএসজি সমর্থকদের উল্লাস

বার্সেলোনা আর লিওনেল মেসি হয়ে উঠেছিল পরস্পরের সমার্থক। সবাই জানত, বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি। এক ক্লাবের হয়ে ক্যারিয়ারের পুরোটাই। মেসি নিজেও এ কথা বলেছেন অনেকবার। রায়ান গিগস যেমন এক ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ক্যারিয়ারের পুরো ২৪ বছর।

গত মৌসুমের শুরুতে ক্লাবের তখনকার সভাপতির একের পর এক উল্টাপাল্টা কাজে খেপে গিয়ে বিস্ফোরণ ঘটালেন মেসি। জানালেন, নতুন করে চুক্তি আর করতে চান না তিনি। ছেড়ে দিতে চান ক্লাব। তখন কোনোমতে তাঁকে আটকাল বার্সা। মেসি যে ক্লাবের চেয়ে বড় কিছু হয়ে উঠেছেন, তার প্রমাণ পাওয়া গেল পরবর্তী নির্বাচনে। নতুন সভাপতি হয়ে এলেন হুয়ান লাপোর্তা, যাঁর আগের মেয়াদে বার্সা কাটিয়েছে সোনালি সময়।

মেসির রাগও একটু একটু করে কমতে থাকল। গত মৌসুমে বার্সার অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জিতলেন, কোপা ডেল রে। লিগটাও জিততে জিততে শেষ মুহূর্তে পথ হারাল বার্সেলোনা। কিন্তু শেষ শূন্যতা পূরণে দুহাত ভরিয়ে দিলেন ফুটবল–বিধাতা। জাতীয় দলের হয়ে বহু আরাধ্যের ট্রফিটা জিতলেন মেসি। কোপা আমেরিকা জয় তাঁকে যেন নতুন তারুণ্য এনে দিল। মেসি প্রস্তুত হতে থাকলেন নতুন মৌসুমের নতুন চ্যালেঞ্জের জন্য।

মেসি, রামোসসহ নতুন সদস্যদের বরণ করে নিলো পিএসজি

এর মধ্যে মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মেসি ও বার্সা দুই পক্ষই প্রস্তুত হচ্ছিল আরেকটি দীর্ঘমেয়াদি চুক্তির জন্য। ক্লাবের আর্থিক দুরবস্থার কথা ভেবে মেসি নিজের বেতন অর্ধেক করে ফেলতেও রাজি হয়েছিলেন। বার্সা তাঁকে অনেক দিয়েছে। তিনিও বার্সাকে কম দেননি। কিন্তু ক্লাব যখন এত কঠিন সময় পার করছে, তখন আর্থিকভাবে নিজের ক্ষতি স্বীকার করে হলেও ভালোবাসাকেই না হয় প্রাধান্য দিলেন।

সব ঠিকঠাক। ছুটি কাটিয়ে মেসি বার্সেলোনায় ফিরলেন। নতুন চুক্তি সই হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে বার্সেলোনা জানাল ভয়ংকর এক দুঃসংবাদ। মেসিকে সই করানো সম্ভব হচ্ছে না। স্প্যানিশ ফুটবল লিগ (লা লিগা) কর্তৃপক্ষ ক্লাবের আয়-ব্যয়ের একটা সীমারেখা বেঁধে দিয়েছে। মেসি তাঁর বেতন অর্ধেক কমালেও কাজ হচ্ছে না। বার্সার আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ অনেক বেশি থেকেই যাচ্ছে।

অনেকেই অবাক। বার্সেলোনার মতো একটি ক্লাব, যারা ২০০০ সালের পর ১০ বার লিগ জিতেছে, চারবার চ্যাম্পিয়নস লিগ; তাদের এই আর্থিক দুর্দশা হয় কী করে! ক্লাব ফুটবলে তো সাফল্যের হাত ধরে আসে কাঁড়ি কাঁড়ি টাকা। সর্বনাশটা আসলে হয়েছে গত ক্লাব সভাপতির সময়ে।

নেইমার হুট করে বার্সা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর সমর্থকদের চাপের মুখে বিস্তর টাকা দিয়ে একের পর এক ভুল খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা। এই বাবদ প্রচুর টাকা বের হয়ে তো গেছেই, ক্লাব খেলোয়াড়দের বেতনও তারা করে ফেলেছিল আকাশছোঁয়া। এরই মধ্যে করোনার হানা বিশ্বের সব ক্লাবকেই কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

বার্সেলোনার আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ, ঠিকমতো সবার বেতনই দিতে পারছে না। মেসি এতটা ছাড় দেওয়ার পরও তাই সম্ভব হচ্ছে না তাঁকে ধরে রাখা। নতুন চুক্তি করা।

পিএসজির জার্সিতে মেসি

মেসির জন্য তা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আগের বছর অভিমান থেকে ক্লাব ছাড়তে চেয়েছিলেন বটে, কিন্তু সত্যিই বার্সেলোনা ছাড়বেন, এ তাঁর কল্পনার অতীত। সেই ছোট্ট থাকতে আর্জেন্টিনার রোজারিও ছেড়ে এখানে এসেছেন। এই শহরেই তাঁর বড় হয়ে ওঠা। এই শহর জানে তাঁর প্রথম সবকিছু। এই শহরেই তাঁর তিন ছেলের জন্ম।

সংবাদ সম্মেলনে এসে মেসিকে জানাতে হলো, তিন ছেলেকে কথা দিয়েছিলেন যে তাঁরা বার্সেলোনাতেই থাকছেন। কিন্তু কথা রাখতে পারছেন না। নিজের দিক থেকে সব রকম চেষ্টা করেছেন। পারলেন না। বলতে বলতে মেসি হু হু কান্নায় ভেঙে পড়লেন। সামনের সারিতে বসা স্ত্রী আন্তোনেলা তাঁর দিকে বাড়িয়ে দিলেন ন্যাপকিন। মেসির চোখের জলে ভিজে সেই ন্যাপকিনই সাক্ষী হয়ে থাকল ক্লাব ফুটবলের সবচেয়ে সোনালি এক অধ্যায়ের সমাপ্তির।

এবার নতুন অধ্যায়, নতুন চ্যালেঞ্জ নেওয়ার পালা। হোক না তাঁর বয়স এখন ৩৪, তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারকে কে না দলে পেতে চায়। এখনো মেসির জাদুর অনেক ঝলকই বাকি। তার ওপর সেই মেসিকে দলে নিতে যখন বার্সেলোনাকে একটা পয়সাও দিতে হবে না। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে মেসি হয়ে গিয়েছিলেন ফ্রি এজেন্ট। মেসিকে লুফে নিল ফ্রান্সের ক্লাব পিএসজি, সেই পিএসজি, যেখানে বার্সা ছেড়ে আগেই চলে গিয়েছিলেন মেসির সবচেয়ে কাছের বন্ধু নেইমার।

বার্সা সমর্থকদের মধ্যে তখন হাহাকার। বার্সেলোনা শহরে তখন শোকের ছায়া। অনেকে তখনো ঘোরের মধ্যে। যেন বিশ্বাসই হচ্ছিল না, মেসি আর বার্সেলোনায় থাকছেন না।

ঠিক উল্টো ছবি প্যারিসে। খবর পাকা হওয়ার আগে থেকেই সেখানে উৎসবের ঢল পড়েছে। বিমানবন্দরের সামনে পিএসজি সমর্থকদের ভিড়। ‘মেএএএসিইইই, মেএএসিইই’ স্লোগানের কোরাস।

অবশেষে নিজস্ব জেটে মেসি উড়াল দিলেন। সবকিছু ঘটে গেল ফাস্ট ফরোয়ার্ডে। চুক্তি সই হয়ে গেল। বছরে সাড়ে তিন কোটি ইউরো বেতনে দুই বছরের চুক্তি, দুই পক্ষ রাজি থাকলে সেটি তিন বছরেও যেতে পারে। আইকনিক ১০ নম্বর জার্সি, সাধারণত দলের সেরা খেলোয়াড়টির গায়েই যে জার্সি থাকে; নেইমার সেটি দিয়ে দিতে চাইলেও মেসি নিলেন না। তিনি বেছে নিলেন ৩০ নম্বর। ২০০৪ সালে এই ৩০ নম্বর জার্সিতেই বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর।

মাত্রই তো শুরু হলো, সময়ই বলে দেবে মেসির নতুন এই অধ্যায় কতটা ঝলমলে হয়। নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন সত্যি, কিন্তু এখনো মেসি-ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। গত মৌসুমেও বার্সার হয়ে ৪৭ ম্যাচে যেমন ৩৮ গোল করেছেন।

পিএসজিতে চুক্তি সইয়ের পর বলেছেন, খুব ভালো করেই জানেন পিএসজির লক্ষ্য কী। গত দুই মৌসুমে একবার ফাইনাল আরেকবার সেমিফাইনাল খেলা প্যারিসের ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। সত্যি বলতে কি, মেসি নিজেও ব্যাকুল হয়ে আছেন পঞ্চমবারের মতো এই ট্রফি জিততে। কাতারি পেট্রোডলারে বলীয়ান হয়ে পিএসজি এমন দল বানিয়েছে, তাদের পক্ষে খুবই সম্ভব ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের এই মুকুট জয় করা।

মেসির এই হাসি–কান্নার ঘনঘটার মধ্যেই আবার একটা মিম ভাইরাল হয়ে গেছে। ২০০১ সালে পিএসজিতে যোগ দেওয়ার পরের বছর বিশ্বকাপ জিতেছিলেন রোনালদিনহো। ২০১৭ সালে যোগ দেওয়ার পরের বছর যেমন জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। মেসি যোগ দিলেন ২০২১-এ। তবে কি ২০২২ বিশ্বকাপে…।