শেন ওয়ার্নের লেগ স্পিন মাস্টারক্লাস

লেগ স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারের বেশি উইকেট পেয়েছেন শেন ওয়ার্ন। টি-টোয়েন্টি যুগের আগে তাঁর কারণেই লেগ স্পিন শিল্পটা আবার ফ্যাশনেবল হয়ে উঠেছিল। সেই ওয়ার্ন সম্ভাব্য লেগ স্পিনারদের জন্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু টিপস।

কীভাবে লেগ স্পিন করা যায়?

অনেকেই নিখুঁত হতে বলে, লাইন–লেংথ ঠিক রাখতে বলে। কিন্তু বল ঘোরাতে জানলে উইকেট পাবেই। আর এর জন্য মূল বিষয় হলো, বলের গ্রিপ বা বল ঠিকভাবে ধরা। দুই আঙুল ওপরে থাকবে, দুই আঙুল নিচে।

বল কীভাবে ধরতে হবে?

বল খুব বেশি জোরে ধরা যাবে না। তাহলে স্পিন খুব বেশি পাওয়া যায় না। বলের সিমের ওপর তর্জনী ও মধ্যমা রাখতে হবে (লম্বালম্বিভাবে)। আর তৃতীয় আঙুল (অনামিকা) একটু নিচে থাকবে। এটাই স্পিন কমবেশি করতে সাহায্য করবে।

লেগ স্পিন কীভাবে করা যায়?

বলটা যেন তালুতে না লাগে, সেটা খেয়াল রাখতে হবে। আর দরজা খোলার সময় যেভাবে আমরা কবজি ঘোরাই, সেভাবে ঘোরালেই বল লেগ স্পিন হবে। যারা নতুন শুরু করছে, তারা কবজি ও মধ্যমার মধ্যে একটু ফাঁকা রেখে করলে বল নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হবে।

গুগলি কীভাবে করা যায়?

লেগ স্পিনের ক্ষেত্রে যেভাবে বল করতে হয়, সেভাবেই। শুধু বল ছাড়ার সময় যেন হাতের পেছন দিক থেকে বের হয় (দরজা খোলার মতো নয়), এটা খেয়াল রাখতে হবে। বলের গতি স্বাভাবিক লেগ স্পিনের মতোই রাখা উচিত, শুধু হাত আরেকটু উঁচু রাখতে পারলে ভালো।

বলে নিয়ন্ত্রণ আনতে চাইলে?

খুব বেশি উঁচু থেকে বল করা ঠিক নয়, আবার বেশি রাউন্ড আর্মও করা যাবে না। সামনের হাত যতটা সম্ভব শক্ত রাখতে হবে, তাহলে বলে ডেলিভারিও নিয়ন্ত্রণে থাকবে। সামনের পা যতটা সম্ভব সোজা রাখতে হবে, খুব বেশি সামনে ফেলা যাবে না। আর শরীরের ওপর চাপ না ফেলে যত বেশি সম্ভব অনুশীলন।