‘ঝোড়ো বাতাসেও পদ্মা সেতুতে কি ট্রেন চলবে?’ এই প্রশ্নের উত্তর হলো, বাতাস প্রবল হলে চলবে না। কত বেগের বাতাসকে প্রবল বলা হবে, তা জানার জন্য আমাদের বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্প হয়ে গেল। হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এই প্রাকৃতিক দূর্যোগে। প্রশ্ন হলো, পদ্মা সেতু এলাকায় যদি এই মাত্রার বা এর চেয়ে ভয়াবহ মাত্রার ভূমিকম্প হয়, পদ্মা সেতুর কী হবে?
আমরা যদি আকাশ থেকে পদ্মা সেতু দেখি, দেখব, সেতুটা সরলরেখার মতো সোজা নয়। সামান্য বাঁকা। প্রশ্ন হলো, পদ্মা সেতু অনুভূমিকভাবে বাঁকা কেন?
পদ্মা সেতুতে রেলগাড়ি চলবে নিচের লেন দিয়ে। ওপরের লেভেল দিয়ে চলবে বাস, গাড়ি, ট্রাক। এখন প্রশ্ন হলো, পদ্মা সেতুতে রেলগাড়ি কেন নিচের লেভেলে চলবে, গাড়ি কেন ওপরের লেভেলে?