মাতৃভাষায় মা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আগামী প্রজন্মের মাঝে মাতৃভাষার শুদ্ধ চর্চা ও সৃজনশীল মনন বিকাশের লক্ষ্যে এসিআই পিওর আটা প্রতিবছর আয়োজন করে দারুণ এক প্রতিযোগিতার। মাকে নিয়ে সৃজনশীল লেখা লিখতে হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুদের। এই আয়োজনে সহযোগিতায় ছিল কিশোর আলো ও এসিআই ফান কেক।

প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পর ফেব্রুয়ারি মাসজুড়ে সারা দেশ থেকে আসতে থাকে একের পর এক লেখা। দেশের ৮টি বিভাগের ৩ শতাধিক স্কুলের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয় এই প্রতিযোগিতায়।

প্রাথমিক পর্যায়ে দেশের সেরা স্কুলগুলোর শিক্ষকেরা নির্বাচন করেন সেরা লেখাগুলো। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও কিআ সম্পাদক আনিসুল হক। চূড়ান্ত পর্বের বিজয়ী নির্বাচন করেন তিনি।

২২ মার্চ রাজধানীর এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয় ‘মাতৃভাষায় মা’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রাথমিক পর্বে বিজয়ী প্রতিযোগীদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। সারা দেশ থেকে আসা শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আনিসুল হক সেরাদের সেরা তিনজনের নাম ঘোষণা করেন। সব বিজয়ীকে প্রদান করা হয় এসিআই পিওর আটার সৌজন্যে ক্রেষ্ট ও সার্টিফিকেট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, বিজনেস ম্যানেজার মইনুর রহমান, জিএম মিডিয়া নাহিদ নেওয়াজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্বাচিত সেরা লেখাগুলো স্থান পাবে কিশোর আলো এপ্রিল সংখ্যায়।