হালকা বই, দাঁত এবং অন্যান্য

  • বইয়ের দোকানে ঢুকে এক ভদ্রমহিলা কিছু বই চাইলেন।
    বিক্রেতা: কেমন বই লাগবে, মিস? হালকা কিছু?
    ভদ্রমহিলা: না না, ওজন নিয়ে ভাববেন না। আমার সঙ্গে গাড়ি আছে।

  • আনিকা: ভাইয়া, তুমি কয়টা মাছ ধরলে? মা জানতে চেয়েছে।
    বড় ভাই: মাকে গিয়ে বলগে, পরের মাছটা ধরতে পারলে একটা হবে।

  • ম্যাডাম: পারুল তুমি হোমওয়ার্ক করোনি কেন?
    পারুল: মিস, আমি তো হোস্টেলে থাকি। হোস্টেলে তো হোমওয়ার্ক হবে না, হোস্টেলওয়ার্ক হবে।

  • মা: আজ স্কুলে কী করলে টুকি?
    টুকি: ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম।
    মা: কিন্তু আজ তো তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল!
    টুকি: ওটার কথাই বলেছি

  • শীলা বলছে মিলাকে: জানিস, সাজু আজ আমার কাঠপেনসিল ভেঙে দিয়েছে। কিন্তু ও আমার চেয়েও বেশি কেঁদেছে।
    মিলা: কেন?
    শীলা: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর দাঁত ভেঙে দিয়েছি।