ছোটবেলার কার্টুন

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমরা অনেকেই ডোরেমন, শিনচ্যান দেখে দেখে বড় হয়েছি। ওদের অনেক আচার–আচরণও আয়ত্ত করে ফেলতাম আমরা (আমি, বড় আপু আর‌ চাচাতো ভাই মাহির)। ডোরেমনের কিছু পর্ব ছিল এক্কেবারে মুখস্থ। এমনকি গেজেটগুলো, নতুন নতুন চরিত্র—যা যা পারতাম এঁকে রাখতাম। এখনো আছে। এভাবে যদি ফিজিকস–কেমিস্ট্রির বই মাথায় থাকত, তাহলে আমার ভালো করা ঠেকাত কে! একটা বদভ্যাসও রপ্ত করেছিলাম কার্টুন থেকে। যখন কারও কোনো কথা আমাদের অবাক করে দিত বা বেখাপ্পা মনে হতো, আমি আর আমার বোন তৎক্ষণাৎ ‘আ্যহহ..? আআরেহহ’ টাইপের শব্দ করে কোমর বাঁকিয়ে পা অর্ধেক উঠিয়ে পড়ে যাওয়ার ভান করতাম। কিংবা মাথা ঘুরিয়ে চোখ উল্টে ফেলতাম। ঠিক কার্টুনে যেমন করে নবিতা বা শিনচ্যান। আমাদের মনে হতো এটাই করাই তো স্বাভাবিক। অবশ্য দু–এক মাস উত্তম–মধ্যম খেয়ে ও রকম কার্টুনীয় অঙ্গভঙ্গি করা বাদ দিয়েছি।