ষড়যন্ত্র!

অলংকরণ: আপন জোয়ার্দার

২০২২ সালে ঈদে নানাবাড়িতে গিয়েছিলাম। সব মামাতো-খালাতো ভাইবোনেরা গিয়েছিল সেবার। আমাদের বাড়ির সামনে পুরোনো একটা পাকা বাড়ি ছিল। আমরা সকালে আর বিকেলে সেখানে লুকোচুরি খেলতাম। আমি শহরে থাকি বলে সবাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করত। সবাই আমাকে বলত, ওই পুরোনো বাড়িতে আত্মা থাকে। এক রাতে আমার এক ভাই বলল বাইরে থেকে হেঁটে আসতে। আমি ‘না’ বলতেই আমাকে ভিতু বলতে লাগল। তাই বাধ্য হয়ে আমি তার সঙ্গে গেলাম। পুরোনো বাড়িটার সামনে যেতেই সেখান থেকে ঢং ঢং আওয়াজ আসতে লাগল। পেছন ফিরে আমি কাউকে দেখতে না পেয়ে কান্না শুরু করলাম। হঠাৎ পেছন থেকে আমার দুই ভাই হেসে উঠল। আসলে এটা ছিল আমাকে ভয় দেখানোর জন্য ওদের ষড়যন্ত্র!