আবার কিআড্ডা! 

আড়াই বছর পর আবার কিআর মাসিক সভা
ছবি: আব্দুল ইলা

২৪ সেপ্টেম্বর দুপুর থেকেই কিআ সভাকক্ষে শুরু হয়েছে কিআ পাঠকদের আনাগোনা। আড়াই বছর পর আবার কিআর মাসিক সভা শুরু হচ্ছে, তাই সবার মধ্যে উচ্ছ্বাসটা একটু বেশি। সভাকক্ষের স্ক্রিনে যখন হঠাৎ কিআর প্রোমো চালু হলো, তখন ঘড়িতে বাজে বিকেল চারটা।

সভায় পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কিআর দুই সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম (বামে) ও আদনান মুকিত
ছবি: আব্দুল ইলা

পরিচিতি পর্ব দিয়ে শুরু হয় সভা। কিআড্ডায় অংশ নিতে টাঙ্গাইল থেকেও এসেছিল এক কিআ পাঠক। পরিচয় শেষে কিআ নিয়ে চলে আলোচনা। ম্যাগাজিন নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি কিআর স্বেচ্ছাসেবক ও মডেল নিয়েও অনেক প্রশ্ন করে পাঠকেরা। একে একে সব প্রশ্নের জবাব দেন সঞ্চালকের ভূমিকায় থাকা কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত। কীভাবে ভালো লেখার আইডিয়া পাওয়া যায়? —এমন প্রশ্নের জবাবে আদনান মুকিত বলেন, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে। আশপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে হবে মনোযোগ দিয়ে। মাথায় আইডিয়া আসার সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে গল্প।

সভাকক্ষকে আরও প্রাণবন্ত করে তোলেন কিআ সম্পাদক আনিসুল হক (বামে) ও প্রখ্যাত ক্রীড়াসাংবাদিক উৎপল শুভ্র
ছবি: আব্দুল ইলা

এ পর্যায়ে সভায় যোগ দেন কিআ সম্পাদক আনিসুল হক। তাঁর উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে সভাকক্ষ। গল্পে গল্পে তিনি বলেন ভালো গল্প আসলে কেমন হয়— ‘বিশ্বাসযোগ্য, আকর্ষণীয়, শোনার বা পড়ার আগ্রহ তৈরি করে যে গল্প সেটাই ভালো গল্প।’ কবিতা লেখা নিয়েও দিয়েছেন নানা পরামর্শ, ‘যারা ভালো কবি হতে চাও, তাদের অন্তত এক শ কবিতা মুখস্থ থাকতে হবে।’ আলোচনা করেন লেখকদের রসবোধ নিয়েও, ‘লিখতে হলে রসবোধ থাকতে হবে। রসিকতা ছাড়া বিখ্যাত মানুষ সফল হতে পারেন না। বঙ্গবন্ধুও কিন্তু একজন রসিক মানুষ ছিলেন।’

আনিসুল হকের লেখালেখির টিপস দেওয়ার সময় সভায় যুক্ত হন আরেকজন অতিথি, প্রখ্যাত ক্রীড়াসাংবাদিক উৎপল শুভ্র। তিনি কিশোরদের উদ্দেশে বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা করতে চায় না। তোমরা মন দিয়ে খেলাধুলা কোরো। জীবনে প্রতিনিয়ত উত্থান-পতন হয়। খেলাধুলা মনকে জাগতিক সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যায়।’

ব্যান্ড ‘আন্তঃনগর’। (বাঁ থেকে) ধীয়ান, ঋভু ও রোদেল
ছবি: আব্দুল ইলা

সবশেষে ছিল ব্যান্ড ‘আন্তঃনগর’। পাঁচ সদস্যের মধ্যে সভায় এসেছিলেন তিনজন। রোদেল, ধিয়ান, ও ঋভু শোনান মহামারির ভেতর তাদের ব্যান্ড গড়ার গল্প। ‘যত দিন একসাথে থাকব, গান গাইব’ নীতিতে বিশ্বাসী এই ব্যান্ড গেয়ে শোনায় বেশ কয়েকটি গান। ‘এভাবেও ফিরে আসা যায়’ গানের মাধ্যমে শেষ হয় সভা।

সভা শেষে ছিল এক বিশেষ ঘোষণা। অক্টোবর মাসে কিআর জন্মদিন উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। বিস্তারিত জানা যাবে কিশোর আলোর ফেসবুক পেজ ও গ্রুপে।