হাইজ্যাক, থার্মোমিটার এবং অন্যান্য

অলংকরণ: আরাফাত করিম
  • পর্যটকদের একটা বাস হাইজ্যাক করল কিছু লোক। পর্যটকেরা সব ভীতসন্ত্রস্ত। গেটের কাছে পিস্তল হাতে দাঁড়ানো লোকটি ড্রাইভারের পেছনে বসা পর্যটককে নাম জিজ্ঞেস করল—আপনার নাম?
    : মিতু।
    : মিতু আমার মায়ের নাম। মায়ের কথা মনে পড়ে গেল। ঠিক আছে আপনি নেমে যান।
    : আপনার নাম?
    : দ্বিতীয় আরেকজনকে জিজ্ঞেস করল লোকটি।
    : কাসেম আলী। তবে লোকজন আদর করে মিতু বলে ডাকে।

  • সারাক্ষণ বকবক করা ছেলের জ্বর হওয়ায় বাবা ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার ছেলের মুখে থার্মোমিটার পুরলেন। বাবা অনেকক্ষণ ছেলেকে থার্মোমিটার মুখে চুপ থাকতে দেখে বললেন, ‘ডাক্তার সাহেব, এই মেশিনের দাম কত?’

  • অন্ধকারে পথচারীকে থামাল দুই ষন্ডাগোছের লোক। বলল,
    একটা পয়সা ধার দেবেন?
    কী করবেন পয়সা দিয়ে?
    টস করে দেখব, আপনার ঘড়ি, আংটি ও মানিব্যাগ কে নেবে!

অলংকরণ: আরাফাত করিম
  • ক্রেতা: আরে ভাই, এটা কী তালা দিয়েছেন, সারা দুনিয়ার চাবি দিয়েই খুলে যায়! এমনকি সেফটিপিন ঢোকালেও খোলে!
    বিক্রেতা: এই তালাটা নেন, আর সমস্যা হবে না।
    ক্রেতা: এটা ভালো তো?
    বিক্রেতা: ভালো মানে? এই তালা নিজের চাবি দিয়েও খোলা যায় না!

সংগ্রহে : গোলাম মমীত