স্বপ্ন পূরণের লক্ষ্য

অলংকরণ: মুগ্ধ

স্বপ্ন তো সবাই দেখে। কিন্তু স্বপ্নে রং দিতে পারে কিছু মানুষ। আমি সিজা। আমার ইচ্ছা আকাশে বিমান ওড়ানো। এটা আমার ইচ্ছা না, স্বপ্ন। যেভাবে পাখি ডানা মেলে আকাশে মুক্তভাবে ওড়ে, আমিও সে রকম পাখির মতো উড়তে চাই। মেঘের মধ্যে ভাসতে চাই। যেভাবেই হোক না কেন, আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। কিন্তু বাধা তো আর পিছু ছাড়ে না। বড় হয়ে কী হবো—এই প্রশ্ন করলে আমি আমার স্বপ্নের কথা বলতাম, আমি বিমানচালক হতে চাই। তখন মানুষ আমাকে বলত, বিমান চালানো বিপজ্জনক। তুমি পারবে না। তুমি ডাক্তার হও। শুনে আরও অনুপ্রেরণা পেতাম আমি। মনে মনে বলতাম, আমি কেন পারব না? সবাই বারণ করার পরও আমার স্বপ্ন দেখা থামেনি। সবার বাধা অতিক্রম করে চলতে লাগলাম স্বপ্ন পূরণের পথে। এরপর এল আরেক সমস্যা। আমি দূরের জিনিস ভালোভাবে দেখতাম না। ডাক্তার বললেন, চশমা লাগবে। ব্যবহার করতে শুরু করলাম চশমা। তখন মানুষ বলা শুরু করল, চোখে সমস্যা নিয়ে বিমানচালক হওয়া যায় না। তুমি তোমার আশা ছেড়ে দাও। তখনো আমি ভাবতাম, কেন সম্ভব নয়? চোখে সমস্যা নিয়েও আমার স্বপ্ন পূরণ করব আমি। কিছুই অসম্ভব নয়। যেভাবেই হোক আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। ইংরেজিটা ভালোভাবে আয়ত্ত করতে হবে আমাকে। বাড়াতে হবে কথা বলার দক্ষতা। পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে দক্ষ হতে হবে আমাকে। পাইলট হওয়ার জন্য পাইলট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি আমার স্বপ্নকে রং দেওয়ার জন্য এখনো লড়াই করছি। আমি দৃঢ় বিশ্বাসী আমার স্বপ্ন পূরণ হবেই।