লুডো তো নিশ্চয়ই খেলেছ। ভাবো তো, লুডোর ছক্কার তল ৬টি না হয়ে ৪টি হলে কেমন হতো? ‘ডাঞ্জন্স অ্যান্ড ড্রাগনস’ গেমে এমনই চৌক্কা পাওয়া যায়, যার ৪টি ধার। চাললে যে কোনাটা ওপরে থাকে, সেই কোনায় লেখা থাকা সংখ্যা বা অক্ষর অনুসারে খেলা হয়। কিছুটা পিরামিডের মতো। সে যা-ই হোক, ধরো, এমন তিনটি চৌক্কা আছে। তুমি একেকবার তিনটিই একসঙ্গে চাল দিয়ে ওপরে যে অক্ষরগুলো আছে, সেগুলো দিয়ে শব্দ বানাচ্ছ। শব্দগুলো এমন—
CAT-SON-POD-RIG-PEG-TAP-DIN-APE
এখন বলতে হবে, ওই চৌক্কাগুলোয় ৪ কোনায় কী লেখা ছিল।
উত্তর
CNPR AGDS EIOT