পথ আঁকি

নিচের ছকে থাকা বৃত্তগুলোকে যুক্ত করে এমন একটি রেখাপথ আঁকতে হবে, যেটার শুরু ও শেষ একই বৃত্তে হবে। এ ক্ষেত্রে শর্ত হচ্ছে সাদা বৃত্তের ভেতরে রেখাপথটি সোজা থাকবে, কালো বৃত্তের ভেতরে রেখাগুলো ৯০ ডিগ্রি কোণে যেকোনো দিকে বেঁকে যাবে। এ ছাড়া ফাঁকা ঘরগুলোতে রেখাগুলো ইচ্ছেমতো আঁকা যাবে।

উত্তর