দুধ, ছানা এবং অন্যান্য

  • শিক্ষক: আচ্ছা দুধ থেকে ছানা তৈরির একটি সহজ উপায় বলো।
    ছাত্র: ভীষণ সহজ স্যার। গাভিকে তেঁতুল খাওয়ালেই হবে।

  • লোকটি বোকাসোকা। ইংরেজি কম জানেন। কেনোরকমে কাজ চালিয়ে নেন আরকি। দামি রেস্তোরাঁয় খেতে এসেছেন। এখানে মোটামুটি সবাই ইংরেজিতে খাবার অর্ডার করে। এমন সময় হঠাৎই লোকটা মুরগির ইংলিশ মনে করতে পারছেন না। ওয়েটার আসতেই লোকটি বেশ ভারিক্কি ভঙ্গিতে বললেন, আমাকে রাইসের সঙ্গে একটা ‘এগস মম রোস্ট’ দেবেন।

  • শিক্ষক: তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম। তুই তো দিলি সাদা কাগজ। কেন?
    ছাত্র: স্যার, আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। কিন্তু আপনি তা খালি চোখে দেখতে পারবেন না।

  • শিক্ষক: বলো তো, কুকুর মুখের বাইরে জিবটা বের করে রাখে কেন?
    ছাত্র: পেছনের লেজটার সঙ্গে ব্যালান্স রাখতে।

  • বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক: আমার হয়তো দেখতে ভুল হয়েছে, কিন্তু মনে হলো তুমিই যেন কথা বলছ।
    ছাত্র: আপনারই ভুল হয়েছে স্যার, কারণ আমি কখনোই ঘুমের মধ্যে কথা বলি না।