গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে সাহিত্য উৎসব

বাংলা সাহিত্য ও বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাব’ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রথম গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল জাতীয় সাহিত্য উৎসব ২০২২’। ২৪ ডিসেম্বর দিনব্যাপী রাজধানীর গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল প্রাঙ্গণে চলে এ বিশেষ আয়োজন।

কবিতা লেখা, গল্প লেখা, বই পর্যালোচনা, দেয়ালিকা, সাহিত্য কুইজ, সাহিত্যবিষয়ক বক্তৃতাসহ নানা আয়োজন ছিল এ উৎসবে। একই সঙ্গে ছিল সাহিত্যবিষয়ক কর্মশালা।

সাহিত্য উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কিআ সম্পাদক আনিসুল হক ও কথাসাহিত্যিক সুজন বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মাসউদ আহমাদ, প্রথম আলোর ম্যাগাজিন সমন্বয়ক শাহাদাত ফয়েজ ওয়াইসি ও কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার এবং শুভেচ্ছা বক্তব্য দেন গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল সাহিত্য ক্লাবের মডারেটর রমজান মাহমুদ।

উৎসবে সারা দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় উৎসব।

আয়োজনে ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।