কুয়া না পানি?

একবার সম্রাট আকবরের কাছে দুই লোক এল বিবাদ নিয়ে। বিবাদ এমন যে একজন অন্য জনের কাছে তার কুয়া বিক্রি করেছে। কিন্তু ক্রেতা যখনই কুয়ার পানি ব্যবহার করতে গেল, বিক্রেতা বলে যে সে শুধু কুয়াই বিক্রি করেছে, পানি নয়। পানি তার কাছ থেকে কিনে নিতে হবে। এ জন্য ক্রেতা অভিযোগ জানাতে এসেছে রাজাকে। রাজার সভাসদ ছিলেন বীরবল, তিনি সহজ একটি সমাধান দিয়ে দিলেন। কুয়া বিক্রেতা সঙ্গে সঙ্গেই তার দাবি ছেড়ে দিল। আন্দাজ করো তো এর সমাধান কী হতে পারে?

উত্তর

বীরবল কুয়া বিক্রেতাকে বলেছিলেন, যেহেতু অন্যের কুয়ার মধ্যে তাঁর পানি, সেহেতু এই পানি রাখতে তাঁকে ভাড়া দিতে হবে অথবা পুরো পানি একবারে উঠিয়ে ফেলতে হবে।