অকৃতজ্ঞ কুকুর

অলংকরণ: রাকিব রাজ্জাক

ছোটবেলা থেকেই কুকুরকে বড্ড ভয় আমার। অনেককেই দেখি কুকুরদের সঙ্গে খেলাধুলা করতে। কেউ কেউ কুকুরদের গায়ে হাত দেয়, পা দেয়। কিন্তু কুকুরগুলো কিছুই করে না। কারণ, কুকুরদের কোনো একদিন খাবার খাইয়ে বন্ধুত্ব করেছে তারা। তাদের পোষ মানিয়েছে। আমিও একদিন স্কুল ছুটির পর সে সূত্র ব্যবহার করি। স্কুল ছুটি হলো, মা নিতে আসবে বলে অপেক্ষা করছি। আর আমার বন্ধু স্বাগতার সঙ্গে গল্প করছি। হঠাৎ আমাদের চোখ পড়ল কিছুক্ষণ ধরে ঘুরঘুর করতে থাকা একটি কুকুরের দিকে। সে তখন মাঠে ঘুমাচ্ছিল। আমরা দুজনই কুকুরটিকে পোষ মানানোর সেই সূত্র জানি। কুকুরটাকে আমার টিফিন খাইয়ে পোষ মানানোর চিন্তা মাথায় এল। কুকুরটা ছিল কুচকুচে কালো রঙের। কিছুক্ষণ আগে আমাদের এক বান্ধবী কাল্লু নামে ডেকেছিল কুকুরটাকে। আমাদেরও সেই নামটা ভালো লাগল। তাই ওই নামেই ডাকা শুরু করলাম। ভাবলাম, এই কুকুরটাকে পোষ মানাতে পারলে তো আর কথাই নেই। নেমে পড়লাম কাল্লুকে পোষ মানানোর কাজে। আমাদের উত্সাহ চরম পর্যায়ে। আস্তে আস্তে এগিয়ে গেলাম কাল্লুর দিকে। ঘুম ভাঙিয়ে ওকে আমার টিফিন খেতে দিলাম। দুই পা পিছিয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে আমাকে ও স্বাগতাকে বোঝার চেষ্টা করল ও। বোধ হয় ও বুঝল যে আমরা কোনো ক্ষতি করব না। আমার টিফিনটা নাক দিয়ে পরীক্ষা করে নিয়ে খেতে শুরু করল কাল্লু। আমরা প্রচণ্ড উত্সাহে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখছি। খাওয়া শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। নিশ্চয়ই এখন থেকে আমাদের পিছু পিছু ঘুরবে কাল্লু। কিন্তু না, আমাদের সব আশায় জল ঢেলে দিয়ে ও ঠিক যেভাবে ঘুমিয়ে ছিল, খাওয়া শেষ করে একটা বড় হাই তুলে আবার ঠিক সেভাবেই ঘুমিয়ে পড়ল। কী আর করার আছে, কিছু না করতে পেরে শেষে কাল্লুকে অকৃতজ্ঞ কুকুর পদে ভূষিত করলাম।