অদ্ভুত কাণ্ড

অলংকরণ: রাকিব রাজ্জাক

আর দশটা দিনের মতোই ছিল সেই দিনটা। বাসায় ছিলাম আমি আর আমাদের বাসায় কাজ করা মেয়েটা। হঠাৎ কলবেল বাজল। দেখি একটা লোক এসেছে। ইশারায় বোঝালো সে বোবা। সাহায্য চায়। কাজের মেয়ে আমাকে বলতে বলল, যে টাকা দিতে পারব না। অন্য কোথাও যেতে। বোবা লোকটাকে ঠিক তাই বললাম আমি। বলার পর ঘটল এক অদ্ভুত কাণ্ড, বোবা লোকটা চেঁচিয়ে বলল—সবাই তো এইটাই বলে। বোবাার মুখে কথা শুনে হতভম্ব হয়ে গেলাম আমরা। আহা, সব বোবাই যদি এভাবে বাকশক্তি ফিরে পেত!

লেখক: শিক্ষার্থী, কুমিল্লা মডার্ন স্কুল, কুমিল্লা।