অদ্ভুতুড়ে যত মামলা (শেষ পর্ব)

মামলা মানেই ঝামেলা। অন্তত কিছু মানুষের মামলা করার ধরন দেখলে এমনটাই মনে হয়। তেমনি কিছু অদ্ভুতুড়ে মামলা নিয়ে লিখেছেন এইচ এম ফজলে রাব্বী।

অলংকরণ: রেহনুমা প্রসূন
  • এমন অনেক দিনই হয়েছে, যেদিন খবরে ‘আগামীকাল সারা দেশে প্রচণ্ড উত্তাপ বিরাজমান থাকবে। কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই’ শুনে হাসিমুখে নতুন সাদা জামা পরে ছাতা ছাড়া বের হয়েছ। তারপরই ইতিহাস! সেদিনের মতো ঝড়–তুফানের মুখোমুখি গত পাঁচ বছরেও হয়নি কেউ।

    মন খারাপ করে থাকা ছাড়া আর কীই–বা করার আছে? কিন্তু তোমার–আমার মতো ভাবনা নিয়ে বসে থাকেননি জনৈক ইসরায়েলি নারী। ‌‘চ্যানেল টু’র বিখ্যাত আবহাওয়াবিদ ড্যানি রুপের মুখে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুনে ছাতা ছাড়াই বের হন। তারপর?

    তারপর আর কী, বৃষ্টিতে কাকভেজা হয়ে চার দিন অফিসে তো যেতে পারলেনই না, কিনতে হলো একগাদা ওষুধ।

    সুস্থ হয়েই করে বসলেন মামলা। এক হাজার ডলারের ক্ষতিপূরণসহ ড্যানি রুপের বিরুদ্ধে ভুল আবহাওয়ার সংবাদ পরিবেশনের জন্য চ্যানেল টুর বিরুদ্ধে মামলা করলেন তিনি।

    বেচারা ড্যানি ‘মানুষমাত্রই ভুল’ বলেটলে পার পেতে চেয়েছিলেন। কিন্তু ধোপে টেকেনি সেসব যুক্তি। ক্ষমা প্রার্থনা করতে হয়েছে তাঁকে। চ্যানেল টুকেও ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে এক হাজার ডলার।

    পরেরবার ভুলভাল আবহাওয়ার বার্তা শুনে এমন হলে মাথায় কিন্তু আইডিয়াটা রাখতে পারো।

  • এমন অনেক দিনই হয়েছে, যেদিন খবরে ‘আগামীকাল সারা দেশে প্রচণ্ড উত্তাপ বিরাজমান থাকবে। কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই’ শুনে হাসিমুখে নতুন সাদা জামা পরে ছাতা ছাড়া বের হয়েছ। তারপরই ইতিহাস! সেদিনের মতো ঝড়–তুফানের মুখোমুখি গত পাঁচ বছরেও হয়নি কেউ।

    মন খারাপ করে থাকা ছাড়া আর কীই–বা করার আছে? কিন্তু তোমার–আমার মতো ভাবনা নিয়ে বসে থাকেননি জনৈক ইসরায়েলি নারী। চ্যানেল টুর বিখ্যাত আবহাওয়াবিদ ড্যানি রুপের মুখে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুনে ছাতা ছাড়াই বের হন। তারপর?

    তারপর আর কী, বৃষ্টিতে কাকভেজা হয়ে চার দিন অফিসে তো যেতে পারলেনই না, কিনতে হলো একগাদা ওষুধ।

    সুস্থ হয়েই করে বসলেন মামলা। এক হাজার ডলারের ক্ষতিপূরণসহ ড্যানি রুপের বিরুদ্ধে ভুল আবহাওয়ার সংবাদ পরিবেশনের জন্য চ্যানেল টুর বিরুদ্ধে মামলা করলেন তিনি।

    বেচারা ড্যানি ‘মানুষমাত্রই ভুল’ বলেটলে পার পেতে চেয়েছিলেন। কিন্তু ধোপে টেকেনি সেসব যুক্তি। ক্ষমা প্রার্থনা করতে হয়েছে তাঁকে। চ্যানেল টুকেও ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে এক হাজার ডলার।

    পরেরবার ভুলভাল আবহাওয়া বার্তা শুনে এমন হলে মাথায় কিন্তু আইডিয়াটা রাখতে পারো।

  • খুব ভাবসাব নিয়ে হয়তো রেস্টুরেন্টে কফির অর্ডার দিয়েছ। গরম ধোঁয়া ওঠা কফিও এল তোমার সামনে। তারপর? চোখ বন্ধ করে চুমুক দিতে গিয়ে আবিষ্কার করলে, কেমন জানি অবশ করা অনুভূতি! জিব যে পুড়ে গেল।

    মন খারাপ করে তুমি–আমি অবশ জিব নিয়েই কফি শেষ করলেও স্টেলা লিব্যাক অন্য রকম। ৭৯ বছর বয়স্ক স্টেলা লিব্যাক গরম কফিটা ‘মাত্রাতিরিক্ত গরম ছিল’ বলে অভিযোগ তোলেন ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে। তাঁর কোলের ওপর গরম কফি পড়ায় তাঁর চামড়া যে পুড়ে গেল, সেটার চিকিৎসার জন্য মামলা করেন। শেষ পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়ে যান স্টেলা।

    অবশ্য কোল্ড কফি খুব ঠান্ডা হলেও মামলার নজির আছে। তা–ও বিশ্ববিখ্যাত কফি চেইনশপ স্টারবাকসের বিরুদ্ধে। আইস কফিতে অতিরিক্ত বরফ থাকার অভিযোগে মামলা ঠুকে বসেন শিকাগোর স্টেসি পিনকাস।

অলংকরণ: রেহনুমা প্রসূন
  • এমন অনেক দিনই হয়েছে, যেদিন খবরে ‘আগামীকাল সারা দেশে প্রচণ্ড উত্তাপ বিরাজমান থাকবে। কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই’ শুনে হাসিমুখে নতুন সাদা জামা পরে ছাতা ছাড়া বের হয়েছ। তারপরই ইতিহাস! সেদিনের মতো ঝড়–তুফানের মুখোমুখি গত পাঁচ বছরেও হয়নি কেউ।

    মন খারাপ করে থাকা ছাড়া আর কীই–বা করার আছে? কিন্তু তোমার–আমার মতো ভাবনা নিয়ে বসে থাকেননি জনৈক ইসরায়েলি নারী। চ্যানেল টুর বিখ্যাত আবহাওয়াবিদ ড্যানি রুপের মুখে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুনে ছাতা ছাড়াই বের হন। তারপর?

    তারপর আর কী, বৃষ্টিতে কাকভেজা হয়ে চার দিন অফিসে তো যেতে পারলেনই না, কিনতে হলো একগাদা ওষুধ।

    সুস্থ হয়েই করে বসলেন মামলা। এক হাজার ডলারের ক্ষতিপূরণসহ ড্যানি রুপের বিরুদ্ধে ভুল আবহাওয়ার সংবাদ পরিবেশনের জন্য চ্যানেল টুর বিরুদ্ধে মামলা করলেন তিনি।

    বেচারা ড্যানি ‘মানুষমাত্রই ভুল’ বলেটলে পার পেতে চেয়েছিলেন। কিন্তু ধোপে টেকেনি সেসব যুক্তি। ক্ষমা প্রার্থনা করতে হয়েছে তাঁকে। চ্যানেল টুকেও ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে এক হাজার ডলার।

    পরেরবার ভুলভাল আবহাওয়া বার্তা শুনে এমন হলে মাথায় কিন্তু আইডিয়াটা রাখতে পারো।

  • রাতবিরাতে হরর মুভি দেখে এতটাই ভয় পেলে যে সারা রাত ভয়ে আর ঘুম এল না। কখনো কি ভেবেছ যে এ জন্যও মামলা করা যায় ছবির পরিচালকের বিরুদ্ধে?

    এমন না হলেও কাছাকাছি মামলা অবশ্য আছে একটা। বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর হরর নাইট হন্টেড হাউস দেখার পর প্রচণ্ড ভয় ও মানসিক চাপের জন্য মামলা করে বসেন ক্লিনথি পিটার্স। শেষ পর্যন্ত অবশ্য এই মামলার কোনো খবরাখবর পাওয়া যায়নি।রাতবিরাতে হরর মুভি দেখে এতটাই ভয় পেলে যে সারা রাত ভয়ে আর ঘুম এল না। কখনো কি ভেবেছ যে এ জন্যও মামলা করা যায় ছবির পরিচালকের বিরুদ্ধে?

    এমন না হলেও কাছাকাছি মামলা অবশ্য আছে একটা। বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর হরর নাইট হন্টেড হাউস দেখার পর প্রচণ্ড ভয় ও মানসিক চাপের জন্য মামলা করে বসেন ক্লিনথি পিটার্স। শেষ পর্যন্ত অবশ্য এই মামলার কোনো খবরাখবর পাওয়া যায়নি।

আরও পড়ুন