অপূর্ণ আলোতে বৃষ্টি

অলংকরণ: সালমান সাকিব শাহরিয়ার

মুষলধারে বৃষ্টি হচ্ছে। আনমনা হয়ে বৃষ্টি দেখছি আমি। ভালোই লাগছে। জানালার ধারে বসায় হালকা বৃষ্টির ফোঁটা লাগছে গায়ে। ক্লাস চলছে। ক্লাসে আমার একদম মন বসছে না। বৃষ্টির পুরোনো সৌন্দর্য দেখে আবার পুলকিত হচ্ছি নতুনভাবে। ভিজতে ইচ্ছা করছে। পারছি না, একটি অদৃশ্য রশির বন্ধনে আবদ্ধ আমি। ধরাবাঁধা নিয়মের বাইরে যেতেই পারছি না। মনটা খুব চাইছে, কিন্তু দেহের সঙ্গেই দ্বন্দ্বে পারছি না। যদি যেতে পারতাম...। আশার অপূর্ণতা রয়েই গেল।