অপেক্ষা

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমার স্কুল ছিল ১৩ সেপ্টেম্বর। আমার বোনেরা ১২ তারিখে সবাই স্কুলে গেল। গোটা ঘরে আমি একা, সবাই স্কুলের গল্প করছে। আমিই কিছু বলতে পারছি না। ওই দিন দেড় বছরে আমি সবচেয়ে বেশি মিস করেছি স্কুলটাকে। ১৩ তারিখ আমিও স্কুলে গেলাম। যেহেতু আমার নতুন স্কুল, তাই টেনশনে ছিলাম। তবে শিক্ষকেরা খুবই আন্তরিক ছিলেন। অপরিচিত জায়গায় সহজে মানিয়ে নিলাম। মজার ব্যাপার হলো, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার আগেই পরিচয় হয়ে গেল শিক্ষকদের সঙ্গে। এখন আবার অপেক্ষা এক সপ্তাহের। মনে হচ্ছে আবার দেড় বছরের পুরোনো অপেক্ষা।

লেখক: ষষ্ঠ শ্রেণি, ইস্পাহানী আদর্শ হাইস্কুল, চট্টগ্রাম