অবাক নিষেধ

লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটায় ভালুক, সিংহ ও অন্য পশুপাখি দিব্যি মানুষের মতো কথা বলতে পারে। আর এই অভিযোগেই ১৯৩১ সালে বইটাকে চীনে নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির জেনারেল হো চিয়েন। তাঁর অভিযোগ ছিল, এতে নাকি মানুষকে যথেষ্ট কটাক্ষ করা হয়েছিল!