অসীম সাহসী কিশোর

আমি মুক্তিযুদ্ধ নিয়ে জেনেছি বই পড়ে! সবচেয়ে আলোড়িত করেছে মুহম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ। এই বইটি আমার খুব প্রিয়! দারুণভাবে মুক্তিযুদ্ধে কিশোরদের সাহসিকতাপূর্ণ অংশগ্রহণের কথা তুলে ধরেছেন লেখক। যতবার ওই সাহসী অভিযানগুলোর কথা পড়ছিলাম, প্রতিবার বিস্মিত হচ্ছিলাম আমি। চোখের সামনে ভাসছিলো সবটা। ভাবছিলাম, আমি সেখানে থাকলে কী করতাম? আমি কি এত সাহসিকতা দেখাতে পারতাম? এত দুর্দান্ত অপারেশনগুলোতে অংশ নিতে পারতাম? শেষ দৃশ্যটার কথা চিন্তা করার সাহস আমি পাইনি! পাইনি, নাকি চাইনি, সেটাও একটা প্রশ্ন! উত্তরটা না হয় নাইবা জানা হোক...

লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা

আরও পড়ুন