আইনস্টাইনকে নিয়ে গল্প এবং...

কিশোর আলোর ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: তুলি

আইনস্টাইনকে নিয়ে অনেক মজার গল্প প্রচলিত আছে। আজ তিনটা বলি।

১. আইনস্টাইন একটু দেরিতে কথা বলতে শুরু করেন। তাঁর প্রথম কথা ছিল, ‘স্যুপ বেশি গরম।’ তাঁকে বলা হলো, ‘তুমি তো কথা বলতে পারো দেখছি, এত দিন বলোনি কেন?’ বালক আইনস্টাইন জবাব দিলেন, ‘এত দিন তো স্যুপ ঠিকঠাক ছিল।’

২. আইনস্টাইনকে বলা হলো, ‘আপনার ফোন নম্বর বলেন।’ আইনস্টাইন টেলিফোন ডিরেক্টরি বের করে নিজের নাম খুঁজে নম্বর বললেন! ‘আপনি নিজের নম্বর মনে রাখেন না?’ ‘না। যা বই দেখলেই জানা যায়, তা কেন আমি মুখস্থ করব!’

সত্যি তো, তথ্য মুখস্থ রাখার কোনো মানে হয় না! তথ্য জ্ঞান নয়। আবার আইনস্টাইনই বলেছেন, জ্ঞানের চেয়েও কল্পনা মূল্যবান।

৩. অধ্যাপক আইনস্টাইনকে ছাত্ররা এসে বলল, পরীক্ষার প্রশ্নপত্রে গত বছরের প্রশ্নগুলো হুবহু তুলে দেওয়া হয়েছে। আইনস্টাইন বললেন, তাতে অসুবিধা নেই। কারণ, এ বছর উত্তরগুলো সব বদলে গেছে।

৩ নম্বর গল্পের প্রসঙ্গ দিয়ে এই লেখা শেষ করি। ২০২১ চলে গেল। ২০২২ এসে গেল। ২০২১-এর প্রশ্নগুলো ২০২২-এ আমাদের সামনে আবার আসবে, হুবহু। কিন্তু উত্তর ভিন্ন হবে, সন্দেহ নেই। আমাদের ভিন্ন উত্তর বের করতে হবে। যেমন: করোনার বিস্তার যদি আবার ঘটে, আমরা কি আবার স্কুল বন্ধ করে রাখব? আমার মনে হয়, এবার আমাদের উত্তর ভিন্ন হওয়া উচিত। স্কুলগুলো খোলা রাখতেই হবে। সবার জন্য শুভকামনা রইল।