আজব হলেও সত্য

প্রাণিজগতের সৃষ্টিগুলো নিয়ে আমাদের আছে নানা রকম বিস্ময়। একেক প্রাণীর একেক রকম বৈশিষ্ট্য আমাদের চমকে দিয়েছে সব সময়। সারা পৃথিবীর এমন কিছু প্রাণীর নানা আজব তথ্য দেখে নেওয়া যাক এক পলকে।

  • ঘুমকাতুরে হিসেবে তুমি সুপরিচিত হলেও শামুকের মতো টানা ৩ বছর তুমি ঘুমিয়ে কাটাতে পারবে না।

  • পেটের ভেতরের খাবারকে টুকরো টুকরো করতে পাথর খেতে হয় বিশালাকার কুমিরকে।

  • একটি স্কুইডের শরীরেই খুঁজে পাবে ৩টি হৃৎপিণ্ড।

  • একটি অ্যান্ট ইটারের জিবের দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার যা একটি টেনিস ব্যাটের আকারের সমান।

Neil Fisher
  • মাথায় শুধু বুদ্ধি না, মাথায় হৃৎপিণ্ড নিয়েও ঘুরে বেড়ায় ছোট্ট চিংড়ি মাছ।

  • খুব রাতে জিরাফ একা একাই ‘হুমম’ আওয়াজ করে।

  • স্লাগের (শামুকজাতীয় প্রাণী) চোয়ালে প্রায় ২৭ হাজার অতি ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত আছে।

  • বিড়ালের লেজেই লুকিয়ে আছে এর সারা দেহের প্রায় ১০ শতাংশ হাড়।

  • কিছু কিছু হামিংবার্ড প্রতি সেকেন্ডে প্রায় ২০০ বার ডানা ঝাপটােত পারে।

  • পাখিখেকো টেরেন্টুলাদের আকার প্রায় ২৮ সেন্টিমিটার, যা একটি গোলাকার ফ্রিসবির সমান।

  • এঁকেবেঁকে চলতে থাকা কেঁচোর আছে প্রায় ৭৫০টি পা।

তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফি কিডস্‌ ম্যাগাজিন