আদর পেয়ে ফ্রাংকি লেজ নাড়ে

১০ মাস বয়সী ফ্রাংকি ছোট্ট সুন্দর একটা কুকুরছানা। গায়ে হালকা বাদামি-সাদা রঙের ঘন লোম। সবাই ওকে পছন্দ করে, এমনকি আমার শত্রুরাও! আমি স্কুল থেকে বাসায় এলেই সে পা বেয়ে শরীরে ওঠার চেষ্টা করে। তখন আমার অনেক সুড়সুড়ি লাগে। ও হাড্ডি খেতে অনেক পছন্দ করে। খাওয়ার সময় ওর গায়ে হাত দিলে ঘড়ঘড় শব্দ করে। ওকে বাইরে হাঁটতে নিয়ে গেলে ও অনেক খুশি হয়, আনন্দে লেজ নাড়ে।

ফ্রাংকি আমার বন্ধুর মতো। আমার কখনো মন খারাপ হলে ফ্রাংকির কাছে গেলে ওর লেজ নাড়িয়ে ছুটে আসা দেখে আমার মন ভালো হয়ে যায়।

এক বন্ধুর সঙ্গে আমার ঝগড়া চলছে। তাই তার সঙ্গে আমি কথা বলি না। কিন্তু সেও ফ্রাংকিকে খুব ভালোবাসে। তাই প্রায়ই সে আমাদের বাসার গেটে বেল না বাজিয়ে ঢুকে ফ্রাংকিকে আদর করে। ফ্রাংকি আদর পেয়ে আনন্দে লেজ নাড়ে। কিন্তু বন্ধুটি আমার দিকে ফিরেও তাকায় না। আমি মনে মনে বলি, ‘তুই আমার বাসায় ঢুকে আমার কুকুরকে আদর করিস আর আমাকে হাই পর্যন্ত বলিস না! বেকুব!’

(কিশোর আলোর জানুয়ারি ২০১৪ সংখ্যায় প্রকাশিত)