আবদুল্লাহ আবু সায়ীদের মজার ঘটনা

একধরনের মানুষ আছেন, যাঁরা দোকানে গিয়ে দরাদরি করতে পছন্দ করেন। ইচ্ছে করে যে করেন তা নয়। দেখা যায় দুই আনার জিনিসের জন্য দশ দোকান ঘোরেন। আমি এঁদের দুই আনার ছোটলোক বলি। এমন একটি ঘটনা আমার ছোটবেলাতেও ঘটেছে। আমি তখন ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ি পাবনার রাধানগর মজুমদার একাডেমি স্কুলে। একবার আমি একটা জিনিস কিনতে দোকানে যাই। দাম জিজ্ঞাসা করলে দোকানি বলেন, এর দাম দুই টাকা। তখন আমি বললাম দেড় টাকা। এরপর আবার তিনি বলেন এক টাকা ১৪ আনা, আমি বললাম এক টাকা ১০ আনা। দরাদরির একপর্যায়ে দোকানি বললেন এক টাকা ১২ আনা, আমিও রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, আমি ঠকে গেলাম। তখন আমি আবার দোকানিকে বললাম এটি আপনি এক টাকা ১১ আনায় দেবেন? অমনি দোকানি এমন খেপে গেলেন যে আমাকে দোকান থেকে বের হয়ে যেতে বললেন। তখন খুব অপমানিত বোধ করেছিলাম। কিন্তু স্মৃতি সততই সুখের। তাই সেদিনের ঘটনা মনে পড়লে হাসি আসে।