আমাদের নাচ

অলংকরণ: সব্যসাচী চাকমা

২০১৯ সালে আমি পড়তাম ষষ্ঠ শ্রেণিতে। একদিন স্কুলে গিয়ে শুনি সবাই একটি নাচ নিয়ে আলোচনা করছে। আমি তখন গর্বের সঙ্গে বললাম যে আমিও ওই নাচটি পারি। তখন সবাই আমাকে নাচতে বলল। আমিও রাজি হয়ে গেলাম। বেঞ্চের ওপর উঠে নাচটা দেখাচ্ছিলাম। সঙ্গে নাচছিল আমার বান্ধবী মোহনা। একপর্যায়ে আমি আর মোহনা পা উঠিয়ে যেই নাচের একটা মুদ্রা দেখাতে গেলাম, ব্যস! ধপাস! পড়ে গেলাম আমি আর মোহনা। আর দেখলাম সবাই হাসছে। আমি অবশ্য অনেক ভয় পেয়েছিলাম। কারণ, আমি মনে করেছিলাম আমার জন্য মোহনা পড়ে গিয়েছিল। কিন্তু ও যখন বলল ও নিজেই পড়ে গিয়েছে, তখন আমি এত জোরে হাসলাম যে সবাই চমকে গিয়েছিল। এ জন্য কথায় আছে, নাচতে না জানলে বেঞ্চ বাঁকা।‍

লেখক: অষ্টম শ্রেণি, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, বাকৃবি, ময়মনসিংহ