আমার আম্মু

অলংকরণ: শিখা
আমার আব্বু ও আম্মুকে নিয়ে প্রায়ই মজার মজার ঘটনা ঘটে। এ রকম কিছু ঘটনা নিয়েই লিখছি।
  • একদিন আব্বু ও আম্মু মোটরসাইকেলে করে যাচ্ছে। আব্বু আম্মুকে বলল, ‘আজ অফিসে এলপিসি এসেছে।’ এলপিসি হলো ‘লাস্ট পেমেন্ট সার্টিফিকেট’। প্রতি মাসে বেতনের সঙ্গে এটি আসে। আম্মু তো আর তা জানে না। তাই সরল মনে জিজ্ঞাসা করল, ‘তা এলপিসি সাহেব কী বলল?’ তাই না শুনে আব্বু তো মোটরসাইকেল থামিয়ে হাসা শুরু করল। আম্মু ভেবেছিল এলপিসি কোনো উচ্চপদস্থ অফিসার-টফিসার হবে হয়তো।

  • আমার আম্মু একজন শিক্ষিকা। নতুন নিয়ম হয়েছে, স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নিতে হবে। তাই একদিন আব্বুর কাছে পাওয়ার পয়েন্টের কাজ শিখছে আম্মু। আব্বু বলল, ‘আমাদের কম্পিউটারে তো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন থাকলে তোমার স্লাইড বানাতে বেশি মজা লাগত। কিন্তু এখন কিনে সেটআপ দেওয়ার সময় নেই।’ শুনে আম্মু বলল, ‘কী যে বলো, তোমার কম্পিউটার টেবিলে তো এত জায়গা খালি পড়ে আছে, সময় করে একটা উইন্ডোজ সেভেন কিনলে সেটআপ করা সমস্যা না। রাখার জায়গার অভাব হবে না, তাড়াতাড়ি কিনে ফেলো তো...’

    আম্মু ভেবেছে উইন্ডোজ সেভেন মনে হয় কোনো যন্ত্রটন্ত্র হবে। এই হলো আমার আম্মুর মজার কাণ্ড।