রংপুরে একটা নতুন শপিং কমপ্লেক্স হয়েছে। ৫ নভেম্বর ২০২০। আম্মুর সঙ্গে জেদ করেই গেলাম সেখানে। অনেক দোকান ঘুরে একটা দোকানে গিয়ে আম্মু আমার জন্য জামা পছন্দ করল। ওই দোকানে নানা ধরনের খেলনাও ছিল। আমার চোখ পড়ল ড্রোনের দিকে। আম্মুকে বললাম, জামা নেব না, ড্রোন নেব। এর আগে অন্য দোকান থেকে রিমোট কন্ট্রোল বিমান কিনেছিলাম। সেটা বাড়িতে আনার পর কিছুক্ষণ উড়েছিল, এরপর আর ওড়েনি। তাই আম্মু ড্রোন কিনতে নিষেধ করল। কিন্তু আমি ড্রোন নেবই নেব। শেষে আম্মু কিনে দিল। আমরা বাড়িতে আসার পর বাবাও বাড়িতে এল। বাইরে খোলা জায়গায় বাবাকে ড্রোন দেখাব বলে রিমোট চালাতে শুরু করলাম। প্রথমবার ড্রোন চালাচ্ছি। কিছুই ভালোভাবে জানি না। ভুলেই ড্রোনটা হাইস্পিডে দিয়ে ফেললাম। কিছুক্ষণ পর ড্রোন ভ্যানিশ হয়ে গেল। তারপর আমি কত যে কেঁদেছি ড্রোনটার জন্য। বাড়ির চারপাশে বাবাও খুঁজল, আম্মুও খুঁজল। টিনের চালের ওপর তিনবার তিনজনকে দিয়ে ঝাড়ু দেওয়াল, কিন্তু ড্রোন কোথাও পাওয়া গেল না। শেষে আম্মু আবার ড্রোন কিনে দিতে চাইল। ৯ নভেম্বর ২০২০। রংপুরে গিয়ে কমপক্ষে ৯টা দোকান ঘুরে পছন্দমতো একটা ড্রোন কিনলাম। এরপর যাকে পাই তাকেই দেখাই, তবে ঘরের মধ্যে। ড্রোন আর বাইরে বের করি না। তাই ড্রোনটা এখনো ভালোই আছে।