আমার বন্ধু অহনা

এখন আমি যে মেয়েটির কথা বলব, সে আমার বন্ধু শেখ মহিমা। ওর ডাক নাম অহনা। দারুণ মেধাবী একটা মেয়ে। পড়াশোনা, খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, কুইজ—সবকিছুতেই সমান পারদর্শী অহনার সঙ্গে আমার বন্ধুত্ব একেবারে ছোটবেলা থেকেই। তখন থেকে অহনার একটা গুণ বিস্মিত করত আমাকে, কোনো ভুল করলে খুব সহজেই সেটা স্বীকার করে নিত সে। এমন একটা মেয়ে, যার ওপর কখনো রাগ করে থাকা যায় না। সবার বিপদে এগিয়ে আসত অহনা। আমি কোনো সমস্যায় পড়লে বলত, ‘সব ঠিক হয়ে যাবে। আমি আছি না?’ কিন্তু ওর মনে যে এত দুঃখ, তা কেউ বুঝতে পারেনি। অহনার সঙ্গে আমার শেষ দেখা গত ২৪ অাগস্ট, একটা অনুষ্ঠানে। রাতে বাসায় ফেরার সময় ও বলেছিল, ‘স্কুল খুললে দেখা হবে।’ ২৭ অাগস্ট একগাদা দুঃখ নিয়ে অহনা চলে গেল না ফেরার দেশে। অহনার দেওয়া উপহারগুলো, আমার বইয়ে ওর লেখাগুলো, একসঙ্গে তোলা ছবি—সব আছে, শুধু অহনা নেই। অহনা, তুই যেখানেই থাকিস না কেন, ভালো থাকিস। তুই আমার বন্ধু ছিলি, বন্ধু আছিস, বন্ধু হয়েই থাকবি সব সময়।

লেখক: শিক্ষার্থী, আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চবিদ্যালয়, ফরিদপুর