আমার বন্ধু টম

করোনার মধ্যে অনেকেই তাদের বন্ধুদের মিস করছে। আমিও মিস করছি আমার বন্ধুদের। কিন্তু এই করোনার মধ্যেই আমার একজন নতুন বন্ধু হয়েছে। তার নাম টম। টমের সঙ্গে আমার দেখা হয় গত বছরের জুলাই মাসে। একদিন সকালে টম আমাদের বাসার বাইরে এসে মিয়াও, মিয়াও করে ডাকছিল। আমি তখন পড়ছিলাম। একটু পর দেখলাম মামণি বিড়ালটাকে খাবার দিয়েছে। তারপর থেকে প্রতিদিন বিড়ালটা আমাদের বাসায় আসত। আর ওকে খাবার দেওয়া হতো। আমি আর আপু মিলে ঠিক করলাম, বিড়ালটার একটা নাম দেওয়া উচিত। নাম দিলাম টম। কয়েক দিন আগে আমরা সবাই ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে আসার পর আর বিড়ালটাকে দেখলাম না। ভাবলাম কেউ হয়তো মেরে ফেলেছে। কিন্তু দুই সপ্তাহ পর টম আবার এল। তখন আমার খুব ভালো লাগল।

লেখক: সপ্তম শ্রেণি, ক্যান্টনমেনট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর