আমার বান্ধবী

অলংকরণ: অন্তিক মাহমুদ

এ ঘটনাটা আমার এক বান্ধবীর ছোটবেলার কাহিনি। সেদিন তার জীবনের প্রথম পরীক্ষা ছিল, সেদিন আন্টি ওকে বলেছিলেন, ‘বুঝলে সেলিনা, যদি ভুল হয়, তবে মুছে আবার লিখবে।’

সেলিনা কী বুঝল জানি না, তবে সে পরীক্ষার হলে গিয়ে সব লিখে আবার মুছে দিয়ে এল।

এটা নিয়ে এখনো অনেকে হাসাহাসি করে। দুঃখজনক হলেও সত্যি যে ‘রতনে রতন চেনে’ বলে এই কাহিনির সঙ্গে আমাকেও জড়ানোর ষড়যন্ত্র করে অনেকে।