আমার বোনের ভূমিকম্প

অলংকরণ: রাকিব রাজ্জাক

নভেম্বর ৮ তারিখ বেলা ১১টা। মৃদু ভূমিকম্প। আমি, আমার ছোট বোন আমরিন কেউ টের পেলাম না। শুধু আমার মামণি টের পেল। মামণি সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে ডাক দিল। মামণি বলল, ভূমিকম্প হচ্ছে। ওই দেখ বোতলের পানি নড়ছে। আমি দৌড়ে মামণির কাছে চলে গেলাম। আমার দেখাদেখি আমরিনও মামণির কাছে চলে এল। আমি ভীষণ ভয়ে মামণিকে জড়িয়ে ধরে বললাম, চলো, নিচে নেমে যাই। আমাদের বাসাটা চারতলায়। মামণি বলল, না ভূমিকম্প চলে গেছে মনে হয়। আমার দেখাদেখি আমরিনও এতক্ষণ ভয়ে চুপসে ছিল। ভূমিকম্প চলে যাওয়ার কথা শুনে সে বায়না ধরে বসল, ভূমিকম্প দেখবে। ততক্ষণে ভূমিকম্প কমে গেছে। আমার বোন বলল, ভূমিকম্প কি পানিতে ঢুকে গেছে? আমি হেসে বললাম, না। ও আমায় বলল, তাহলে কি আকাশে উড়ে গেছে? আমি বললাম, না। আমরিন তারপরও বলল, ভূমিকম্প তাহলে কোথায় গেছে? আমি ভূমিকম্প দেখব। ভূমিকম্পকে আসতে বলো। তারপর শুরু হলো ভূমিকম্প নিয়ে তার নানা প্রশ্ন। ভূমিকম্প কি অনেক বড়? ভূমিকম্পের কি অনেকগুলো চোখ? ভূমিকম্পের কি পাখা আছে? ভূমিকম্প কি উড়তে পারে? প্লিজ দাদা ভূমিকম্পকে আসতে বলো। আমি দেখব।