আমার ব্যর্থ ভাবনা

অলংকরণ: রাকিব রাজ্জাক

ছোটবেলা থেকেই আমার মাথায় ঘোরে বিশাল এক ভাবনা। তা হলো আমি যদি মিলি মানে আমার বিড়ালের জায়গায় থাকতাম আর মিলি যদি আমার জায়গায় থাকত তাহলে কী ভালোই না হতো, তাই না? মিলি সারা দিন পড়ত, স্কুলে যেত, আবার বাসার স্যারের কাছে পড়ত আর আমি গড়িয়ে গড়িয়ে হাসতাম আর দেখতাম। আমার কোনো পড়ালেখা থাকত না। সারা বাড়িতে একাই রাজত্ব করতাম, টিভির ওপর উঠে নাচতাম আর ম্যাঁও ম্যাঁও করতাম। তখন আমার মতো সুখী প্রাণী এই পৃথিবীতে দুটি থাকত না। মাঝেমধ্যে মিলিকে দেখলে হিংসা হয়, তবু ওকে অনেক ভালোবাসি। কিন্তু যতই ভাবি আমি তো আর বিড়াল হতে পারব না। তা-ও শুধু ভাবতেই থাকি।