আমার স্বপ্ন

মানুষ তার স্বপ্নের সমান বড়। কখনো কখনো স্বপ্নের চেয়েও বড় হয়ে যায়। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে। সারাটা জীবন পার করে স্বপ্নের পিছু ছুটে। আর সুন্দর এই পৃথিবীকে বিদায়ও জানায় এক ঝুড়ি অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে। তাই এই পৃথিবীর আর দশজন মানুষের মতো আমিও একটি স্বপ্ন নিয়ে বড় হচ্ছি। আমি স্বপ্ন দেখি, একদিন জগদ্বিখ্যাত মানবতাবাদী চিত্রকর হব। প্যারিসের নামকরা গ্যালারিতে আমার চিত্রকর্মের প্রদর্শনী হবে।

দুর্ভাগ্যজনকভাবে আমি এই সুন্দর পৃথিবীতে জন্মেছি শ্রবণপ্রতিবন্ধী হিসেবে। আমার পৃথিবীটা শব্দহীন। কিন্তু রূপ আর রঙে ভরপুর। আমি প্রকৃতিকে রাঙিয়ে তুলি, কখনো শুভ্র পায়রার পবিত্রতা আর সরলতায়। কখনো দেখতে পাই কালরাতের আঁধারের ভয়ার্ততায়। কখনো কৃষচূড়ার লাল রঙের বিদ্রোহে। আর কখনোবা রংধনুর সাত রঙের হাসি আর উল্লাসে। তাই তো আমার এই শব্দহীন রং আর রূপের স্বপ্নগুলোকে আমি আমার তুলির ছোঁয়ায় ছড়িয়ে দিতে চাই ধর্ম–বর্ণ–গোত্র–জাতিনির্বিশেষে পৃথিবীর সব মানুষের কাছে। আমি এক টুকরা চিত্রিত কাগজের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই মানবতার বাণী। বলতে চাই আমাদের রয়েছে একটাই ছোট, সুন্দর এই পৃথিবী। সেই পৃথিবী থেকে তোমরা সবুজ আর সুন্দরকে কেড়ে নিয়ো না। এই বনানীর শোভা, পাখপাখালির গুঞ্জন আর নদীর কুলকুল ধ্বনি থামিয়ে দিয়ো না। তুলির কারুকার্যে সবাইকে জানাতে চাই, আমাদের মানবজীবন একটাই। এটি আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তাই বিপথে গিয়ে নষ্ট কোরো না নিজের অমূল্য এই জীবন। তেমনি অন্যের জীবনের গতিপথকেও থামিয়ে দিয়ো না। অন্যের সাহায্যে বাড়িয়ে দাও তোমার এই নশ্বর হাত। কেননা এই নশ্বর পৃথিবীতে কেবল মানবতাই তো অবিনশ্বর।

লেখক : শিক্ষার্থী, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর