আমার স্মরণীয় একটি বছর

অলংকরণ: সব্যসাচী চাকমা

গত বছরের শুরুটা ছিল একেবারেই আলাদা। আমি গত বছর নবম শ্রেণিতে উঠেছিলাম। বছরের প্রথম দিনটা খুবই ভালো কেটেছে। কারণ, আমি একই বই দুই বছর পড়ব আর পরীক্ষার ফলাফল খুবই ভালো হবে।‌ আমি চেয়েছিলাম গত বছরটা ভালো করে কাটাব, কারণ, আগামী বছর আমাকে স্কুল বিদায় দেবে। কিন্তু তা আর হলো কই? করোনা এসে আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। আমার স্বপ্নও নষ্ট করে দিল। চীন থেকে আসা করোনা বন্ধ করে দিয়েছে সব স্কুল–কলেজ। খবরটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। কে জানত যে ২০২০ সালের ১৬ মার্চ আমরা শেষ স্কুলে যাব? স্কুল থেকে ফেরার পথে জানতে পারলাম যে কাল থেকে স্কুল-কলেজ সব বন্ধ হয়ে যাবে। আমার বান্ধবীরা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। আমি সেদিন আর বাসায় ফিরে পড়তেই বসিনি। মনে হচ্ছিল যে খাঁচা থেকে পাখি মুক্তি পেয়েছে। আর বাবাও অনেক দিন পর একটি ছুটি পাবে।

কিন্তু কয়েক সপ্তাহ পার হওয়ার পর যখন দেখলাম শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দিন দিন বাড়ছে, তখন তো আমার বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। আস্তে আস্তে মনে পড়তে লাগল স্কুলে করা যত সব ফাজলামি। আমি যতই অসুস্থ থাকি না কেন, আমি কখনো স্কুল কামাই দিতাম না। এভাবে কেটে গেল ছয়টা মাস। আমি কখনো কল্পনা করিনি যে স্কুলে না গিয়ে ঘরে বসে একটা বছর পার করে দেওয়া যায়। তবে গত বছর আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। দোয়া করি এই করোনাভাইরাস যেন দ্রুত পৃথিবী থেকে চলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে।

লেখক: দশম শ্রেণি, ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ