আমেরিকার মাটি, স্কেল এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • আফনান: আমি তো আমেরিকা যাচ্ছি। বল, তোর জন্য কী আনব?
    সবুজ: এক মুঠো মাটি আনিস।
    আফনান: সে কী! কেন?
    সবুজ: ওই মাটির ওপর পা রেখে আমি বলব, আমিও আফনানের মতো আমেরিকার মাটিতে পা রেখেছি।

  • শফিক সাহেবের বউ নতুন ইংরেজি শিখছে। ইংরেজিতেই সব সময় কথা বলছে। একদিন দুপুরবেলায়—
    বউ: এই নাও ডিনার।
    শফিক: তুমি একটি গাধা। দুপুরবেলার খাবারকে লাঞ্চ বলে। ডিনার বলে রাতের খাবারকে।
    বউ: গাধা তুমি। এটা তো কাল রাতের খাবার।

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • আসাদ এবং মন্টু পরীক্ষা দিচ্ছিল
    মন্টু: একটা স্কেল দে তো।
    আসাদ: লম্বা, নাকি বেঁটে?
    মন্টু: বেঁটে।
    আসাদ: সাদা, নাকি কালো?
    মন্টু: সাদা।
    আসাদ: বাঁকা, নাকি সোজা?
    মন্টু: সোজা।
    আসাদ: পরিষ্কার, নাকি মায়লাটা?
    মন্টু: (রেগে গিয়ে) আরে, সময় শেষ হয়ে যাচ্ছে, পরিষ্কারটা দে।
    আসাদ: স্টিলের নাকি প্লাস্টিকের?
    মন্টু: আরে গাধা, স্টিলেরটা দে।
    আসাদ: সরি, স্টিলেরটা আমার কাছে নাই।
    মন্টু: তাহলে প্লাস্টিকেরটা দে।
    আসাদ: ওইটা আনি নাই!

  • শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়?
    সহজ! দুই লাখ টাকা বিনিয়োগ করুন!

  • ছেলে স্কুলের এক ছাত্রের কলম চুরি করে ধরা পড়েছে শুনে হারুন সাহেব রেগে ছেলেকে উত্তম-মধ্যম দিতে দিতে বললেন, বদের হাড্ডি, তোর কিসের অভাব শুনি? এই তো কদিন আগে অফিস থেকে লুকিয়ে তোর জন্য এক ডজন ডটপেন আর ছয়টা পেনসিল এনে দিলাম, তবু চুরি করতে তোর লজ্জা করে না?