আম্মুর চুল

অলংকরণ: হামিদ ভূঁইয়া

এটা আরও তিন বছর আগের ঘটনা। তখনো স্কুলে ভর্তি হইনি। একদিন বিকেলে মা বললেন, ‘আমার চুলটা আঁচড়ে দাও তো।’ আমি তো মহা আনন্দে মায়ের চুল আঁচড়িয়ে দিচ্ছি, বেণি করে দিচ্ছি। হঠাৎ আমি ভাবলাম, চুলগুলো কেটে ছোট করে দিলে কেমন হয়? দ্রুত আমি একটা কাঁচি নিয়ে এসে মায়ের চুলগুলো কাটব ভাবছি। কিন্তু মা তখনো ঘুমাননি। তাই একটু পরে ঘুমাতেই আমি ঘচঘচ করে কেটে ফেললাম! এক ঘণ্টার বেশি হয়ে গেছে, এমন সময় আন্টি এলেন। অমনি আমি ধরা খেয়ে গেলাম। তারপর কি হয়েছিল সেটা আর মারের চোটে মনে নেই এখন! ঘটনাটা মনে পড়লেই হাসি পায়।