আশ্চর্য এক অনুভূতি

আমি পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ি। গত ২৮ অক্টোবর যখন আমার পরীক্ষা চলছিল, তখন আশ্চর্য এক বিয়োগবেদনা অনুভব করলাম। যদিও ‘পরীক্ষা পরীক্ষা’ মনোভাব সেটার আমেজ নষ্ট করে দিয়েছিল। দুঃখের কারণটা হলো ২৮ তারিখের পরীক্ষাটাই ছিল আমার স্কুলজীবনে স্কুলে বসে দেওয়া শেষ পরীক্ষা ছিল। যা-ই হোক, বাসায় আসার পর সেই দুঃখ দুঃখ মনোভাবটা আবার ফিরে এল। বোকার মতো কিছুক্ষণ কাঁদব নাকি তা ভাবার আগেই চোখের পানি গড়িয়ে পড়তে লাগল! কী আশ্চর্য! কতগুলো বছর! কত পরীক্ষা! ক্লাসের সময় হইহুল্লোড় করে কাটানো— সত্যিই ভোলা যায় না। এই তো বেশ কয়েকটা দিন আগেও স্কুলে যাওয়াটা আর দুষ্টুমি করে বেড়ানোটা ছিল যেন নিত্যকালীন কাজ। আর আজ সেসবই মিস করে বেড়াচ্ছি। স্কুলে যাওয়া মানেই বান্ধবীদের সঙ্গে বকবক করা আর নিজেদের মধ্যে আজগুবি প্যাঁচাল পাড়া ইত্যাদি।

হুহ....

স্কুলজীবনটা শেষ হয়ে যাচ্ছে।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৮ সংখ্যায় প্রকাশিত)