ঈদের শুভেচ্ছা

কিশোর আলোর মে সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: মেহেদী হক

আমরা করোনা মারির মধ্যে তিন নম্বর ঈদ করছি। গত বছর এটা কিন্তু আমাদের কল্পনাতেও ছিল না যে লকডাউনের মধ্যে আমাদের তিনটা ঈদ করতে হবে। আমরা আশা করি, ঈদুল আজহা আসতে আসতে পরিস্থিতি একটু ভালো হবে।

কিন্তু সেটা আশাই। বাস্তবে আমরা এখন করোনা মারির সবচেয়ে খারাপ সময় পার করছি।

এই সময়ে তোমরা সবাই সাবধানে থাকবে। আর কী করা যায় বলো? একটা কবিতা লেখো, একটা গল্প লেখো, একটা ছবি আঁকো, একটা ভিডিও ছবি বানাও, একটা গান গেয়ে প্রকাশ করো অনলাইনে, একটা গাছের চারা লাগাও। একজন সুবিধাবঞ্চিত মানুষকে অনলাইনে কিছু সাহায্য পাঠাও। তোমরাই বলো, আমাদের এই দুঃসময়ে ঘরবন্দী থেকে আমরা আর কী ভালো কাজ করতে পারি।

সবাইকে ঈদের শুভেচ্ছা।