উদ্ভট সব গল্প

তোমাকে যদি বলা হয় তিমি মাছ জাহাজের নোঙরকে টোপ মনে করে গিলে ফেলে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আমি জানি অবশ্যই করবে। তবে নিন্দুকেরা ঈর্ষার বশবর্তী হয়ে এগুলোকে ধাপ্পা বলে গুজব ছড়ানোর চেষ্টা করে। যদিও তাদের সেই আশার গুড়ে বালি, কারণ স্বয়ং গালিভার, সিন্দবাদ আর আলাদিন নিজে ব্যারন মুনশাউজেনের অসাধারণ গল্পগুলো সত্য বলে হলফনামায় স্বাক্ষর করেছেন। এতক্ষণ তো সাধারণ কয়েকটা অভিজ্ঞতার কথা তোমাদের বললাম। এর থেকেও অবাক অবাক কাণ্ড স্বয়ং নিজের চোখে দেখেছেন ব্যারন মুনশাউজেন। এই যেমন ধরো, নেকড়ে মোজার মতো উল্টে যাচ্ছে, কোনো গাছ পাখি হয়ে গেছে কিংবা শিয়াল তার চামড়া রেখে পালিয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না–ই করে থাকো, তাহলে পড়ে দেখতে পারো রুডলফ এরিখ রাসপের ব্যারন মুনশাউজেনের রোমাঞ্চকর অভিযান। অদ্ভুত এই গল্পগুলো অনুবাদ করেছেন ফরহাদ খান।

আরও পড়ুন