উপস্থিত না অনুপস্থিত

স্কুল খোলার কথা যখন শুনলাম, মনে একধরনের আনন্দই হলো। আমি একজন রেড ক্রিসেন্ট সদস্য। রেড ক্রিসেন্টের বড় ভাইয়ারা বললেন, প্রথম দিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে (তাপমাত্রা মাপা ও স্বাস্থ্যবিধি পালনে সহায়তা করা)। স্কুলে গিয়ে শুরু করলাম কাজ। বড় ভাইয়াদের ক্লাস শেষ হলো, আমাদের ক্লাসও শুরু হলো। কিন্তু আমি কাজ করে ক্লান্ত, টিফিন দিয়েছে, তা-ও খাইনি। বড় ভাইয়ারা বললেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে চলে আয়। তা-ই করলাম আমি। তারপর টিফিন খেলাম। যে–ই না ক্লাসে যাব, বড় ভাইয়ারা আরও কিছু কাজ দিলেন। ভাবলাম, কাজ করে ক্লাসে যাব; কিন্তু কাজ করতে করতে ছুটিই দিয়ে দিল (মনে হয় আমিই একমাত্র ছাত্র, যে প্রথম দিন স্কুলে থেকেও ক্লাস করতে পারিনি)। এরপর যা হওয়ার তা–ই হলো, ক্লাস টিচার ছুটির সময় দেখতে পেয়ে ক্লাস না করার জন্য আচ্ছামতো বকা দিলেন। এদিকে স্কুলে থেকেও জানি না, আমি উপস্থিত নাকি অনুপস্থিত!

লেখক: শিক্ষার্থী, বগুড়া জিলা স্কুল, বগুড়া