উভচর মানুষ

ইউরোপ–আমেরিকা—দুই মহাদেশেই ডাক্তার সালভাতর নামের এক নিউরোসার্জনের খুব নামডাক। অন্য ডাক্তার যখন রোগীর বাঁচার আশা ছেড়ে দেন, তখনই তাঁর ডাক পড়ে। তাঁর দক্ষতায় অনেক মানুষ নতুন জীবন ফিরে পায়। একসময় তিনি কিছু টাকাপয়সা জমিয়ে আর্জেন্টিনার উপকূলে গড়ে তোলেন তাঁর গোপন গবেষণাগার। আর এখানেই জন্ম হয় তাঁর আশ্চর্য কীর্তি ইকথিয়ান্ডার বা উভচর মানুষ, যাকে নিয়েই এই কাহিনির উপজীব্য। ইকথিয়ান্ডার পরিচিতি লাভ করে ‘দারিয়ার দানো’ নামে। দারিয়ার দানো সবার কাছে এক আতঙ্কের নাম হলেও জুরিতা নামের এক মুক্তা ব্যবসায়ীর লোভের শিকারে পরিণত হতে হলো। কম সময়ে অধিক মুক্তা সংগ্রহের লোভের বশবর্তী হয়ে জুরিতা তাকে বন্দী করলেও ডাক্তার সালভাতর তাকে মুক্ত করে আনেন। গুত্তিয়েরে নামের এক রেড ইন্ডিয়ান মেয়ের সঙ্গে ইকথিয়ান্ডারের প্রেমকাহিনিতে নতুন নাটকীয়তা আনে। এদিকে হঠাৎ গুত্তিয়েরের বাবার ইকথিয়ান্ডারকে নিজের ছেলে দাবি করেন এবং আদালতে সালভাতরের নামে মামলা ঠুকে দিলেন।

একদিকে সালভাতরের একার লড়াই, অন্যদিকে লোভী ব্যবসায়ী। ইকথিয়ান্ডারের জীবনে শেষমেশ কী ঘটেছিল, তা জানতে তোমাদের পড়ে ফেলতে হবে আলেক্সান্দর বেলায়েভের উভচর মানুষ বইটি।

আরও পড়ুন